কাশের সিরাপ বিত্রিু হচ্ছে ৪০০ টাকায়, রংপুরে মাদক না থাকায় ঔষধ ফার্মেসীতে মাদকসেবীদের ভীড়

হাজী মারুফ :

রংপুর সহ সারাদেশে মাদককে নিমুল করতে যে বাংলাদেশের স্থাপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবরের কন্যা রংপুরের পুত্রবধু ডিজিটাল বাংলার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষনার পর রংপুর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান নেত্বতে যে অভিযান চালানো হয়  তা  সফল হয়েছে । সহযোগিতায় ছিলেন এ.এসপি সাইফুর কোতয়ালী থানার ওসি, ডিবি ওসি শরিফুল, র‌্যাব-১৩ অধিনায়ক মোজাম্মল হক সফল অভিযান হলে প্রায় মাদক বন্ধে এখন রংপুর নগরী । মাদকসেবীরা এখন ঔষধ ফার্মেসীতে ভীড় করে অতিরিক্ত টাকায়  । ফেনারগান সিরাপ,ডেকপোটেন সিরাপ, অটোসিল সিরাপ,এ্যাগড্রিল সিরাপ,ফেনারড্রিল সিরাপ এখন ৩০০-টাকা থেকে ৪০০ টাকায় বিত্রিু হচ্ছে । নগরীরর মুলাটোল, গ্র্যান্ডহোটেল মোড়,মেডিকেল মোড়,ষ্টেশন রোড,পৌর বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাতারাতি কালোটাকার মালিক হয়ে যাচ্ছেন । এবং প্রতিদিন ঘুমের ট্যাবলেট,ফাস্টেশনের ট্যাবলেট প্রচুর বিত্রিু হচ্ছে । টাকার ট্যাবলেট ৩০ টাকা বিত্রিু হচ্ছে । সচেতন মহল বলেন দ্রুত ঔষধ ফার্মেসীগুলোতে অভিযান চালানো জরুরী হয়েছে ।

পুরোনো সংবাদ

রংপুর 7027089891872751654

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item