পাগলাপীরে হাইওয়ে পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালনে মুক্ত হচ্ছে যানজট

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর থেকেঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্য বন্দর ও সদর উপজেলার প্রাণকেন্দ্র পাগলাপীরে হাইওয়ে পুলিশ তারাগঞ্জ থানা ট্রাফিকের দায়িত্ব পালনে মুক্ত হচ্ছে যানজট দূর্ঘটনা। এর ফলে সাময়িক স্বস্তি ভোগ করছেন পাগলাপীরবাসী। তবে আশানুরুপভাবে পাগলাপীর বাসীকে যানজট দূর্ঘটনা প্রতিরোধ মুক্ত রাখতে স্থায়ীভাবে ট্রাফিক সিগনালের জরুরী হয়ে পড়েছে বলে স্থানীয় সচেতন মহলের মাঝেএ দাবী উঠেছে। জানা যায়, পাগলাপীর বন্দরে স্থায়ীভাবে যানজট দূর্ঘটনা নিরসনে এবং মাদক বিক্রি বন্ধে ৫ই জুন সকাল ১০টায় পাগলাপীর বন্দরের ঢাকা কোচ স্ট্যান্ডে হাইওয়ে পুলিশ তারাগঞ্জ থানার ব্যবস্থাপনায় ও অত্র ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগীতায় অনুষ্ঠিত হয় এক কমিউনিটি পুলিশিং সভা। অনুষ্ঠিত পুলিশিং সভায় হাইওয়ে সার্কেল রংপুর এর এএসপি, হাইওয়ে তারাগঞ্জ থানার ওসি, অত্র ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন। কমিউনিটি পুলিশিং সভার এক দিনের মাথায় গতকাল ৬ই জুন বুধবার সকাল ৯.৩০ টা থেকে শুরু হয়েছে পাগলাপীর বন্দরে যানজট দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য তার মধ্যে একজন সার্জেন্ট সহ স্থানীয় মোটর শ্রমিকের কর্মীদের সম্বন্বয়ে ট্রাফিকের দায়িত্ব পালন চলছে। সরেজমিনে পাগলাপীর মোহনা কিন্ডার গার্টেন এর পরিচালক নুরুন্নবী জাহাঙ্গীর, আদ্দ্বীন একাডেমীর এডমিন শহিদুল ইসলাম ও পাগলাপীর বাদশা কম্পিউটারের পরিচালক মোঃ বাদশা মিয়া বিভিন্ন মহল জানান, পাগলাপীর রংপুর বিভাগের একটি জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম বাণিজ্যিক বন্দর, ঐতিহাসিক স্থান, রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র ও পঞ্চরাস্তার মোড় এবং শিক্ষা নগরী বলে দেশের বিভিন্ন মহলের কাছে রয়েছে পাগলাপীর বন্দরের ব্যাপক পরিচিতি। পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে ও জলঢাকা ডালিয়া বুড়িমারী সহ জনগুরুত্বপূর্ণ ৫টি সড়ক রয়েছে। যোগাযোগের দিক থেকে পাগলাপীর বন্দর একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় স্থানীয় সহ আশপাশের বিভিন্ন পেশার মানুষেরা জীবিকার তাগিদে কিংবা প্রয়োজনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাগলাপীর বন্দর হয়ে যাতায়াত করে থাকেন। এছাড়া পাগলাপীর বন্দরে রযেছে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করেন এবং এর সঙ্গে ১০ হাজার পিতা মাতা প্লে হইতে পঞ্চম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করে থাকেন। ফলে এই সব হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক ও শ্রমজীবি কর্মজীবি মানুষের পদচারনায় প্রত্যেহ সকাল ৬ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত পাগলাপীর বন্দরে যেন মিলন মেলা বসে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পাগলাপীর বন্দরের উপর দিয়ে প্রতিনিয়ত ৫টি সড়কে বাস কোর্চ ট্রাক কার মাইক্রো, অটো, সিএনজি, রিক্সা ভ্যান সহ শত শত নানান যানবাহন চলাচল করে থাকলেও সড়ক পাড়াপারে শিক্ষার্থী পথচারী ও যানবাহন নিয়ন্ত্রনে নেই কোন ট্রাফিক সিগন্যাল। ফলে সামান্য তুচ্ছ ঘটনায় পাগলাপীর বন্দরে গোলচত্তর সহ ৫টি সড়কের বিভিন্ন মোড়ে প্রতিনিয়ত ঘটতেছে যানজট ও সড়ক দূঘর্টনা। ইতিপূর্বে যানজটের গ্যারাকলে পরে ৮জন পথচারী মৃত্যুবরণ করেছে। এছাড়াও ছোট ছোট দূঘর্টনা সহ নানা অপ্রতিকর ঘর্টনার শেষ নেই। তাই পাগলাপীরের বিভিন্ন মহল যানজট দূঘর্টনার কবল থেকে শিক্ষার্থী পথচারী সহ ভূক্তভোগী সাধারন মানুষজনকে রক্ষায় অভিলম্বে পাগলাপীর বন্দরে একটি ট্রাফিক সিগন্যাল স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনায় ইতিপূর্বে বিভিন্ন পত্র পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 6303218386369825944

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item