পাগলাপীরের গঞ্জিপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরের অদুরে খলেয়া গঞ্জিপুর বাজারে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় ট্রাক ড্রাইভার জিয়াউর ইসলা (৩৫), হেল্পার আবু বক্কর সিদ্দিক (২৮) ও বাস যাত্রী সহ ৩০ ব্যক্তি গুরুতর জখম হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় পাগলাপীর ডালিয়া বুড়িমারী সড়কের রংপুর সদর উপজেলার খলেয়া গঞ্জিপুর বাজারের পশ্চিমে এ দূঘর্টনাটি ঘটেছে। দূঘর্টনায় গুরুতর জখম ব্যক্তিদের মধ্যে জিয়াউরের ডান পা এর চার স্থানে কেটে মাংস থেরথেরা হয়েছে এবং পেট ও বুক সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে বর্তমান তিনি সহ আহতদ্বয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাক জিয়াউরের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এবং হেল্পার আবু বক্করের বাড়ি ডোমার উপজেলার ও বাকী আহতদ্বয়রা হলেন জলঢাকা, ডোমার, ডিমলা, বড়ভিটা ও মাগুড়া এলাকার। প্রত্যক্ষদর্শী খলেয়া গঞ্জিপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি চান মিয়া ও হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ জানান দূঘর্টনা কবলিত রংপুর ব-০৫-০০০৮ নম্বরের মুসাফির নামে যাত্রীবাহী বাসটি গাড়ি ভর্তি যাত্রী নিয়ে জলঢাকা হতে রংপুর আসার পথে উক্ত স্থানে জলঢাকা গামী ঢাকা মেট্রো ড-১১-৭৫৩৭ নম্বরের পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার সহ বাসের ৩০ যাত্রী হতাহতের স্বীকার হন। পরে হাইওয়ে তারাগঞ্জ থানা পুলিশ যানজট এড়াতে তাৎক্ষণিক দূঘর্টনা স্থান হতে ট্রাক ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পুরোনো সংবাদ

রংপুর 1422468066438158969

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item