গঙ্গাচড়ায় ন্যাশনাল সার্ভিসে ভয়ংকর দুর্নীতি! যুব উন্নয়ন র্কমকর্তাসহ কর্মচারীদের বিরুদ্ধে মামলা হওয়ায় তোলপাড়

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় ন্যাশনাল সার্ভিসে ভয়ংকর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল কবীর ও তার কর্মচারীদের বিরুদ্ধে মামলা হওয়ায় তোলপাড় শুরু হয়েছে। দুর্নীতি ও অনিয়ম রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন উপজেলা বাসী।
জানা যায়, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এ উপজেলার শিক্ষিত বেকারদের বহুল কাঙ্খিত ন্যাশনাল সার্ভিসের কার্যক্রম বিগত ২০১৬ সালে শুরু হয়। কিন্তু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল কবীর ও তার অফিস সহকারী দেলোয়ার হোসেন সহ অন্যান্য কর্মচারীরা নিজে ও দালালের মাধ্যমে জন প্রতি ৩০-৩৫ হাজার টাকা উৎকোচ গ্রহন করে অশিক্ষিতসহ ভূয়া জন্মসনদ, ভূয়া জাতীয় পরিচয় পত্র, ভূয়া সার্টিফিকেট এমনকি এ উপজেলার বাইরের লোকজনদের নিয়োগ দেন। অবৈধভাবে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। ফলে শিক্ষিত বেকারদের দু:খ লাঘবে সরকারের এ কর্মসূচী অভিশাপে পরিনত হয়। ন্যাশনাল সার্ভিস নিয়ে চরম দুর্নীতি ও অনিয়ম এ উপজেলায় ওপেন সিক্রেট। বিষয়টি নজরে আসে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির, থানা অফিসার ইনচার্জ মশিউর রহমানসহ সুশীল সমাজ নেতৃবৃন্দের। তাদের সুদৃষ্টির কারনে গত ২৮ জুন উপজেলা গেট সংলগ্ন একটি কম্পিউটারের দোকান হতে ন্যাশনাল সার্ভিসের নিয়োগ সংক্রান্ত বিপুল পরিমান নথিপত্রসহ আটক করা হয় দুই যুবককে। ওই দুই যুবক ছাড়াও শত শত দালালের মাধ্যমে উৎকোচ নিয়ে অযোগ্য নারী পুরুষকে নিয়োগ দান করেন যুব উন্নয়ন কর্মকর্তাসহ তার কর্মচারীরা। নথিপত্র উদ্ধারের সময় আটক দুই যুবকসহ দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা ও তার অফিস সহকারী দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে গত ২৯ জুন থানায় মামলা দায়ের করেন যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার এস এম মহসিন মিয়া সুরুজ। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

পুরোনো সংবাদ

রংপুর 4288478369102212726

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item