পাগলাপীরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
পুলিশই জনতা-জনতাই পুলিশ এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হলো রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর ও সদর উপজেলার প্রান কেন্দ্র পাগলাপীরের যানজট নিরসন-দূঘর্টনা প্রতিরোধ এবং মাদক বিক্রি ও সেবন বন্ধে কমিউনিটি পুলিশিং সভা। ৬ জুন ২০১৮ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় পাগলাপীর বন্দরের ঢাকা কোচ স্টান্ডে হাইওয়ে পুলিশ তারাগঞ্জ থানার ব্যবস্থাপনায় ও অত্র ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় উক্ত কমিউনিটি পুলিশিং সভা। এতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে সার্কেল রংপুর এর এ.এস.পি ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র, পাগলাপীর হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক হাইওয়ে পুলিশ তারাগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল্লাহ্ হেল বাকী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সহ সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক বাংলা, সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী রফিকুল ইসলাম মাষ্টার, পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ মিয়া, সাধারন সম্পাদক রহিদুল ইসলাম অহিদুল, বিশিষ্ট আইনজীবি সমাজসেবক এ্যাডভোকেট সালেকুজ্জামান তুহিন, নাদের পরিবহন পাগলাপীর কাউন্টারের পরিচালক আওয়ামীলীগ নেতা বাটুল মিয়া সহ বিশিষ্ট জনরা, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম (যুগের আলো), পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম জিহাদী সহ বিভিন্ন শ্রেণির পেশাজীবি মহল, অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক মানবকন্ঠের রংপুর প্রতিনিধি মোঃ মহিউদ্দিন মুখদমী। অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভায় নেতৃবৃন্দরা বলেন শিক্ষার নগরী পাগলাপীরের যানজট নিরসন দূঘর্টনা প্রতিরোধে এবং মাদক সেবন বিক্রি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। উল্লেখযোগ্য পাগলাপীর গোলচত্ত্বরে শিক্ষার্থী পথচারী সহ সাধারন মানুষজনের চলাচলের জন্য অটো সিএনজি রিকসা ভ্যান সহ নানা হালকা পাতলা পরিবহন চলাচল বন্দ থাকবে। তবে মানবিক দৃষ্টিকোন থেকে এই সব পরিবহন হাইওয়ে সহ যে সব সড়কে চলাচল করবে তার জন্য নির্ধারিত স্থান চিহ্নিত করা হয়েছে। যেমন পাগলাপীর হইতে লাহিড়ীরহাট শ্যামপুর সড়কে চলাচলরত অটো সিএনজি রিকসা ভ্যান পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ স্টান্ড হিসেবে ব্যবহার করবে। হাইওয়ের সৈয়দপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সড়কে নামা বাজার-ওয়ালটন সংলগ্ন স্থানে অথবা স্থানীয় মটর শ্রমিক ইউনিয়নের নির্দেশ মোতাবেক স্টান্ডে। কিশোরগঞ্জ নীলফামারী- জলঢাকা ডালিয়া বুড়িমারী সড়কে মরাগাছ তলায় অথবা ছ-মিল সংলগ্ন স্থানে। হাইওয়ের রংপুর ঢাকা সড়কে পেট্রোল পাম্প মোড়ে এবং বেতগাড়ী গংগাচড়া সড়কের হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে অথবা স্থাণীয় মটর শ্রমিক ইউনিয়নের নির্দেশ মোতাবেক স্টান্ডে। এছাড়া পাগলাপীর বন্দরের হাইওয়ে সহ ৫টি সড়কে চলাচল রত বাস কোর্চ ট্রাক কার মাইক্রো সহ দূর পাল্লার ভারী যানবাহন উল্লেখিত স্টান্ড হিসেবে ব্যবহার করবে। অপরদিকে পাগলাপীরে মদ গাজা ভাংতারি ফেনসিডিল হিরোইন আফিম সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধে নানান পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 5901092114718235061

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item