রংপুরের পাগলাপীরে লড়ি ও যাত্রীবাহী বাস মুখোমুখী সংঘর্ষে নিহত ১ আহত ২০

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরের অদুরে দোন্দরা নামক স্থানে তেল বহনকারী লড়ি ও যাত্রীবাহী বাস  মুখোমুখী সংঘর্ষে গাড়ি দুমরে মুচরে লড়ির ড্রাইভার রেয়াজুল ইসলাম ৩৫ ঘটনাস্থলে এবং তার দুই হেল্পার সহ  ২০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আহতদ্বয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ১০টায় পাগলাপীর ডালিয়া বুড়িমারী সড়কের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ক্লাব দোন্দরায় ইউপি সদস্য গোপাল চন্দ্র মহন্তের বাড়ির সামনে এ মর্মান্তিক দূঘর্টনাটি ঘটেছে। নিহত লড়ির ড্রাইভার রিয়াজুল ইসলাম রংপুর মহানগরীর ২৭নং ওয়ার্ডের মোঃ ইছার পুত্র।  প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ তারাগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল্লাহ্ হেল বাকী জানান দূঘর্টনা কবলিত ঢাকা মেট্রো-ট-১৪-৮২১৯ নম্বরের তেল বহনকারী লড়ি রংপুর হতে জলঢাকা যাওয়ার পথে উক্ত স্থানে আরেক দূঘর্টনা কবলিত ঢাকা মেট্রো-ব-১৯-২৬৭৬ নম্বরের ঢাকাগামী যাত্রীবাহী কোর্চের মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে লড়ির ড্রাইভার রিয়াজ মারা যায়। তবে এ দূঘর্টনার জন্য এলাকাবসীরা কোর্চের ড্রাইভারকে দায়ী করছেন। এলাকাবাসীদের ধারনা কোর্চের ড্রাইভার মাথাল অবস্থায় গাড়ি চালানোর কারনে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এ দূঘর্টনার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য গোপাল চন্দ্র মহন্ত জানান দূঘর্টনা স্থানটি একটু আঁকা বাকা হওয়ায় এর পূর্বেই লড়ির ড্রাইভার বিপরীতমুখী কোর্চটিকে গ্রীন সিগন্যাল দিয়ে তার গাড়িটি স্লো করে দার করিয়ে রাখে। কিন্তু কোর্চ ড্রাইভারের নিয়ন্ত্রনহীন গাড়ি চালানোর কারনে এ দূঘর্টনায় প্রান দিতে হলো লড়ির ড্রাইভার রিয়াজুলকে। অপরদিকে এ দূঘর্টনাকে কেন্দ্র করে পাগলাপীর ডালিয়া সড়কে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। পরে হাইওয়ে পুলিশ ও গংগাচড়া থানা পুলিশ পরিস্থির নিয়ন্তনে আনেন।

পুরোনো সংবাদ

রংপুর 4385874986603907778

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item