নীলফামারী ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে ইফতার ও দোয়া মাহফিল

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ জুন॥
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আওতায় নীলফামারী ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার দারোয়ানীতে অবস্থিত ব্যাটালিয়ন দফতরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার মোহাম্মদ শামছুল আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও বিজিবি হাসপাতালের অধিনায়ক লে. কর্নেল ফজল ই এলাহী, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মৃক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে আগতদের স্বাগত জানান ৫৬ বার্ড গার্ড ব্যাটালিয়ন নীলফামারীর অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ এছাড়াও অভ্যর্থনা ছিলেন উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান খাঁন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ব্যাটালিয়নের ধর্মীয় শিক্ষক আতিকুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে নীলফামারীর জেলার সরকারী কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। #



পুরোনো সংবাদ

নীলফামারী 9016736257957585986

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item