নীলফামারীতে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে কর্মশালা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩০জুন॥ সরকারি-বেসরকারিভাবে চলতি বছরের ব্যালটি এবং নন ব্যালটি হজ্বযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের উপ-পরিচালক এরফান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জোনাব আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন ও নীলফামারী কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খন্দকার মোহাম্মদ আশরাফুল হক প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ২০১৮ সালে পবিত্র হজ্বব্রত পালনে নীলফামারী জেলা থেকে পুরুষ ও নারী মিলে ৬৬৫ জন গমন করবেন। হজ্ব পালনে প্রস্তুতি গ্রহণ, ওমরা পালন এবং নানা বিষয় সুষ্ঠুভাবে স¤পাদনে গমনেচ্ছুদের প্রশিক্ষণে অবহিত করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এরফান আলী জানান, কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা একরামুল হক, মাওলানা খন্দকার মোহাম্মদ আশরাফুল হক, মাওলানা ইউনুস খান, মাওলনা সাদিক হাসেন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আবু হেনা মোস্তফা কামাল।#

পুরোনো সংবাদ

নীলফামারী 1668157213317710291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item