উলিপুরের পান্ডুলে মাদকবিরোধী আন্দোলনের সভা অনুষ্ঠিত । সমাবেশে মাদকনির্মুলের ঘোষনা

আশিকুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা   মাননীয় শেখ হাসিনার যেখানে মাদক সেখানেই প্রতিরোধ এই মাদকবিরোধী যুদ্ধের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের তত্বাবধানে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে উলিপুর থানা পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতায় ইউনিয়ন পরিষদের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বি সার্কেলউলিপুর বি সার্কেল আল মাহমুৃদ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকনির্মুলে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উলিপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান । সভাপতিত্ব করেন পান্ডুল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আঃ জব্বার গোলাম রব্বানী মঙ্গা । বিশেষ অতিথি ছিলেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার ,উপজেলা প্রেসক্লাব  উলিপুরের  ১নং  যুগ্ন অাহবায়ক অাবু জাফর সোহেল রানা , উলিপুর  প্রেসক্লাবের  সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম ও উলিপুর থানার সেকেন্ড অফিসার নাসিরুল  হক ,এএসআই শাহান । প্রধান অতিথির বক্তব্যে উলিপুর বি সার্কেল আল মাহমুদ হোসেন মাদক নির্মুলে জিরো টলারেন্স এর কথা বলে উলিপুর উপজেলার বিগতদিনের বেশকটি সফল মাদক অভিযানের কথা বর্ননা করেন । উলিপুরে এই প্রথম পান্ডুল ইউনিয়ন পরিষদে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ও নির্মুলের প্রত্যয়ে জনগন ,ইউপি পরিষদ ও  উলিপুর থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে  এ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে স্থানীয় সুধীজন,সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কয়েক হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা গেছে । এই সমাবেশে ৫ জন যুবক স্বেচ্ছায় মাদকসেবন না করার অঙ্গীকার ব্যক্ত করে স্বাভাবিক জীবনে ফেরত আসার সহযোগীতা চেয়েছেন । পান্ডুল ইউনিয়নের অটো চালক দীনেশ চন্দ্র ,পান্ডুল বাজারের হীরু মিয়া ,সবুজ মিয়া ,চন্ডীজন নিবাসী জয়নাল আবেদীন ,চাঁদ মিয়া দের কে ফুলের তোরা হাতে তুলে দিয়ে মাদক ছেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দেয়ার প্রতিশ্রুতি সহ অন্যদেরও ফিরে আসার আহবান জানান অতিথিবৃন্দ গন । কিন্তু কুখ্যাত মাদকব্যাবসায়ীদের ধরিয়ে দিতে জনগনের সর্বাত্মক সহযোগীতা কামনা করে মাদকব্যবসায়ী সিরাজুল ইসলামকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগীতা করার আহবান জানানো হয় । মাদকবিরোধী এই সমাবেশ থেকে পুলিশ প্রশাসন জনগন সমাজকর্মী সাংবাদিক বৃন্দ দের  সম্মিলিত প্রচেষ্টায় আগামী তিন মাসের মধ্যে উলিপুরের পান্ডুল ইউনিয়নকে সম্পুর্ন মাদকমুক্ত করার যৌথ ঘোষনা পাঠ করা হয় ।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 767373145452600282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item