উলিপুরে পর্নোগ্রাফি ব্যাবসা জমজমাট প্রশাসন নীরব ।

আশিকুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুরসদর সহ ইউনিয়নের প্রত্যেকটি বাজারগুলোতে কম্পিউটার এ গান ডাউনলোডের নামে অবাধে চলছে সমাজব্যধি এ পর্নোগ্রাফি আদান প্রদানের ব্যবসা । সরেজমিন তদন্তে দেখা গেছে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজারে আলিফ লাম নামে  একটি মার্কেট গড়ে উঠেছে যেখানে ২৫টির ও বেশী দোকান হয়েছে কম্পিউটার ডেস্কটপ ও মোবাইল সার্ভিসিং নামে। স্বন্ধ্যার পর এ মার্কেটে তরুন যুবকদের ভীড়  ও পরিবেশ দেখে নিষিদ্ধ পল্লীর কথাই স্মরন করিয়ে দেয় । গ্রাহক কম দামে উন্নত সুযোগসুবিধায় এখন যে মোবাইলগুলো ব্যাবহার করছে তাতে নিজেরাও অনেক সময় নিজেদের অনেক গোপন দৃশ্য ভিডিও করে রাখেন । এই মোবাইল সেটগুলো যখন কোন ডাউনলোড বা সার্ভিসিং দোকানে যায় তখন দোকানি এক ক্লিকেই তার অজান্তে গ্রাহকের সব তথ্য কপি করে রাখে ,আবার গ্রাহকের চাহিদানুযায়ী অশ্লীল দৃশ্য ,ছবি আপলোড করে দেয় । শুধু বিদেশী নয় এখন এই পদ্ধতিতে দেশেরই শহর গ্রামের অনেকেরই গোপন এসব দৃশ্য অজান্তেই চরা দামে বেচাকেনা হচ্ছে । শুধু অনন্তপুর বাজার নয় উলিপুর পৌরসভার পুর্ববাজার এলাকায় প্রায় ৩টি দোকান,বাকরের হাট বাজারে ২ টি দোকান ,দলদলিয়া বাজারে ২ টি ,থেতরাই বাজারে ৪ টি সহ প্রত্যেকটি বাজারের প্রায় দোকানগুলোতে পন্যগ্রাফী ছবি ,মুভি ও দেশীয় নামে অশ্লীল ভিডিওগুলোর আদান প্রদান ব্যবসা রমরমা চলছে । উন্নত প্রযুক্তির সুবাধে এসব গিয়ে পরছে তরুন তরুনী ও যুবকদের হাতে । শহরের চেয়ে গ্রামগন্জের বাজারগুলোতেই এখন এসব বেশী চলছে । গ্রামের ব্যবহারকারীরা অপেক্ষাকৃত ইন্টারনেট ব্রাউজিং কম পারে এবং নেটওয়ার্ক দুর্বল থাকার কারনে ডাউনলোডের দোকানে ভীর চোখে পরার মত । স্থানীয় প্রশাসনের এসকল দোকানগুলো নজরদারীতে নিয়ে আসা উচিত এবং মাঝে মধ্যেই পন্যগ্রাফী ও কপি আইনে কম্পিউটার ল্যাপটপগুলো চেকিং এর ব্যবস্থা করলেই অপরাধগুলো সনাক্ত করা সম্ভব বলে সচেতন নাগরিকদের দাবী ।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 2228183304402562120

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item