জলঢাকায় ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর মাঠ দিবস

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও  জমিতে রাসায়নিক সার প্রয়োগ না করে কাক্ষিত ফলন পাওয়ার লক্ষ্য নিয়ে নীলফামারীর জলঢাকায় বুধবার ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে কাঁঠালী  ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত এ প্রদর্শনীর  মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারীর উপপরিচালক কৃষিবিদ আবুল কাশেম আযাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষষ্ণ কৃষিবিদ খন্দকার মেসবাহুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না। মাঠ দিবসে অতিথিবৃন্দসহ আগত কৃষকবৃন্দ ভার্মি কম্পোস্ট প্রদর্শনীসমূহ স্বচক্ষে পর্যবেক্ষণ করেন। প্রধান অতিথি কৃষক বান্ধব সরকারের এহেন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং কর্মসূচির বিস্তারিত বিবরণ তুলে কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রযুক্তি গ্রহনে উদ্ধুদ্ধ করেন। উপজেলা কৃষি অফিসার ভার্মিকম্পোস্ট তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তিসমূহ গ্রহন করার জন্য কৃষকদের উৎসাহ প্রদান করেন। মাঠ দিবসে কাঁঠালী ইউনিয়নের প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2270019284565223704

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item