জলঢাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"চলো যাই যুদ্ধে - মাদকের বিরুদ্ধে" এই শ্লোগানকে সানে রেখে নীলফামারীর জলঢাকায় সরকারের চলমান মাদক বিরোধী অভিযানের সমর্থনে লিফলেট বিতরন করেছে "শতফুল ফুটতে দাও" নামে একটি বেসরকারি সংস্থা। মঙ্গলবার সকালে পৌরসভার জিরোপয়েন্ট মোড়ে লিফলেট বিতরনের মধ্য দিয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এই কাজের উদ্বোধন করেন সংস্থার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার। পরে তারা পৌর বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে এই লিফলেট বিতরন করেন। এসময় উপস্থিত অনাথ আশ্রম চাঁদমনি'র পরিচালক পিজিরুল আলম দুলাল, জলঢাকা ভাওয়াইয়া পরিষদের সেক্রেটারি মুক্তিযোদ্ধা অনিল কুমার রায়, প্রভাষক শাখাওয়াত হোসেন, সাংবাদিক শিক্ষক মর্তুজা ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি মিত্তঞ্জয় রায়, প্রভাষক অবিনাশ রায়, শতফুল ফুটতে দাও এর সম্পাদক আব্দুল মালেক ও সাংবাদিক বজলুর রশীদ প্রমুখ।

প্রচারপত্র বিলি সম্পর্কে কথা হয় উদ্দ্যোক্তা আব্দুল মালেকের সাথে তিনি বলেন - সরকারের এই চলমান মাদক বিরোধী অভিযান জনগনের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাই এই অভিযান আরো জোড়দার করে মাদক ব্যবসা নির্মুল করতে হবে। আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অবশ্যই সরকারকে জিরো টলারেন্স দেখাতে হবে বলে মনে করেন জলঢাকাবাসী।

পুরোনো সংবাদ

নীলফামারী 8673386735096101742

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item