জলঢাকায় কেন্দ্রীয় জামায়াত নেতা গ্রেপ্তার

মর্তুজা ইসলাম,জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় কেন্দ্রীয় জামায়াতের কর্ম পরিষদ  সদস্য ও সাবেক জেলা ও উপজেলা আমির অধ্যক্ষ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করছে থানা পুলিশ। নীলফামারী জেলার বিভিন্ন থানায় তার নামে হত্যাসহ নাশকতার ৬টি মামলা রয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা গোলমুন্ডা বাজারের একটি হোটেল থেকে নাশকতার পরিকল্পনাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এস আই প্রবীর সরকার জানান,তাকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে গোলমুন্ডা বাজারে দিনভর ছদ্মবেশে থাকে পুলিশ। ইফতারের আগে ওই বাজারের একটি হোটেলে কয়েকজন জামাত কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় পুলিশ সেখানে হানা দিলে অধ্যক্ষ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করতে পারলেও বাকী সদস্যরা পালিয়ে যায়। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তারকৃত আজিজুল ইসলামের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। এবং দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

পুরোনো সংবাদ

নীলফামারী 4995487543200796773

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item