ডোমারে বন্ধন সাহিত্য ও কবিতা পরিষদ এর প্রথম প্রকাশনা “বন্ধন” এর মোড়ক উন্মোচন।

আনিছুর রহমান মানিক,ডোমার প্রতিনিধি-

নীলফামারীর ডোমারে  বন্ধন সাহিত্য ও কবিতা পরিষদের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রথম প্রকাশনা “বন্ধন” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৮ জুন সোমবার সন্ধ্যায় ডোমার আব্বাস উদ্দিন একাডেমী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব এস.এম সোলায়মানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ঈদ সংখ্যা “বন্ধন” এর মোড়ক উন্মোচন করেন- বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ন সচিব ও বিশিষ্ট কবি সরকার মাহবুব। এ সময়  বন্ধন সাহিত্য ও কবিতা পরিষদের সম্পাদক ও কবি মোস্তফা ফিরোজ প্রধান, প্রকাশক ও ব্যবস্থাপক কবি মনজুর আলম, নির্বাহী সম্পাদক কবি রাশেদ শ্রাবণ, প্রকৌশলী মহিউল আলম স্বাধীন, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। শেষে সকলের অংশগ্রহণে প্রাণবন্ত গান ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক ধারাবাহিক ভাবে জাতীয় দিবস সমূহ সহ বিভিন্ন দিবসে নিয়মিত সংখ্যা প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করে জানান, কবিতার প্রতি অনুরাগী হয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 472170743718204026

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item