পার্বতীপুরে সাপ্তাহিক দিনাজপুরের কাগজের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরের “সাপ্তাহিক দিনাজপুরের কাগজের” ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৮ জুন) বিকেলে পার্বতীপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে গুণিজন সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার রেহানুল হক। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকার, অধ্যাপক মোঃ ফয়েজুর রহমান ও দৈনিক উত্তর বঙ্গের ভারপ্রাপ্ত সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। সাপ্তাহিক দিনাজপুরের কাগজের সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মুসলিমুর রহমান, দিনাজপুরের কাগজের সহকারী সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, দিনাজপুরের কাগজের বার্তা সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি  এম এ আলম বাবলু। এ অনুষ্ঠানে তিন গুনিজনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত গুনিজনদের মধ্যে ছিলেন সমাজ সেবায় মোহাম্মদ আলী চৌধুরী, শিক্ষায় মোঃ আলী আকবর ও চিকিৎসায় ডাক্তার নিরঞ্জন কুমার রায়। এ তিন গুনিজনের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। সংবার্ধনা পাওয়া গুণিজনেরাও তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ ভাগে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কাটা হয়। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন দিনাজপুরের কাগজের নিবার্হী সম্পাদক খাজানুর হায়দার লিমন। সব শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইফতার মাহফিলে অংশ নেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4444444511951693220

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item