তিস্তায় ভেসে গেল ১৪২ বোতল ফেন্সিডিল॥ চার মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি॥
জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই দোহলপাড়া এলাকায় গ্রেফতার হয়েছে চার মাদক কারবারি। বুধবার দুপুরে তিস্তা নদীর সীমান্তের থানারহাট ৫১ বিজিবি-বি কোম্পানী ও ডিমলা পুলিশের যৌথ অভিযানের সময় মাদক কারবারিরা ১৫০ বোতল ফেন্সিডিল  তিস্তা নদীতে ফেলে দিলে বিজিবি ও পুলিশ সেখান হতে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে পারলেও ১৪২ বোতল ফেন্সিডিল নদীতে ভেসে যায়।  ফলে  ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করতে পারেনি।
গ্রেফতারকৃত চার মাদক কারকারি হলো মফিজুর রহমানের ছেলে রহুল আমিন(২৮), মৃত মোতালেব হোসেনে ছেলে মনির উদ্দিন(২৬), মো. সহীদ উদ্দিনের ছেলে কামাল ইসলাম(২২) ও আমুদ্দির ছেলে মনজুরুল ইসলাম(২৫)। এরা সকলে  উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফুলছড়ি পাড়ার বাসিন্দা।
জানা যায় চলমান মাদক বিরোধী অভিযানেও ডিমলার আগুন খাওয়া সন্ত্রাসী গ্রুপের মাদক কারবারিরা তিস্তা নদীর ওপার ভারত সীমান্ত গলিয়ে চোরাই পথে আইনশৃঙ্খলাবাহিনীর চোখ ফাকি দিয়ে ফেন্সিডিল,গাঁজা ও হেরোইন প্রতিনিয়ত নিয়ে আসছে।
গোপন সংবাদ পেয়ে তিস্তা নদীর সীমান্তের থানারহাট ৫১ বিজিবি-বি কোম্পানীর সদস্য ও ডিমলা থানা পুলিশ বুধবার সকাল হতে পূর্বছাতনাই এলাকায় ওৎ পেতে বসে। শ্যালো চালিত নৌকায় তিস্তা নদীর ওপার  ভারত সীমান্ত গলিয়ে তিস্তার কিসামতেরচর দিয়ে দুপুরের দিকে ১৫০ বোতল ফেন্সিডিল নিয়ে আসা হচ্ছিল। এ সময় বিজিবি পুলিশ তাদের ধাওয়া করলে উক্ত চার মাদক কারবারি তাদের কাছে রক্ষিত ১৫০ বোতল ফেন্সিডিল তিস্তা নদীতে ফেলে দেয়। এরপর মধ্যে  ৮ বোতল ফেন্সিডিল সহ ওই চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা তাদের কাছে ১৫০ বোতল ছিল এবং তা নদীতে ফেলে দেয় বলে স্বীকার করে।
এ ঘটনায় ডিমলা থানায় উক্ত চার মাদক কারবারির বিরুদ্ধে পুলিশের এস আই শাহ সুলতান মোঃ হুমাউন কবির বাদি হয়ে মামলা দায়ের করেছে ।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ও থানারহাট ৫১ বিজিবি-বি কোম্পানীর কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3823202079614370222

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item