সৈয়দপুরে অঞ্জলী মহিলা উন্নয়ন সংস্থার এ্যাডভোকেসী সভা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অঞ্জলী মহিলা উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত সরকারী সেবায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি/দলিত জনগোষ্ঠি প্রবেশাধিকার নিশ্চিতকরণ প্রকল্পের এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(রোববার) বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের (বিএফআই) প্রকল্পের সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি/দলিত যুব সম্প্রদায়ের  নেতৃত্ব ও ক্ষমতায়ন গড়ে তোলা লক্ষ্যে সৈয়দপুর পৌরসভার ৩,৭, ৯ ও ১২ নম্বর ওয়ার্ডের যুব লিডার সদস্যদের নিয়ে ওই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত  হয়েছে।
 সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আখতারুজ্জামান সরকার।
সভা শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন অঞ্জলী মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. হুমায়ুন কবির।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠির পক্ষ থেকে যুব লিডারা তাদের জীবনযাত্রার নানামুখী সমস্যা, দুঃখ-কষ্ট ও সামাজিক বৈষম্যের কথা তুলে ধরেন। তারা রাষ্ট্রের সব রকম নাগরিক সুযোগ-সুবিধা,সামাজিক অধিকার প্রাপ্তিতে উপজেলা পরিসখ্যান এবং আনছার ভিডিপি দপ্তরের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় সৈয়দপুর পৌরসভায় উল্লিখিত ওয়ার্ডেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি/দলিত সম্প্রদায়ের ২০জন যুব লিডারসহ মোট ২৮ জন অংশ নেয়।  

পুরোনো সংবাদ

নীলফামারী 5329207055721545724

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item