ঠাকুরগাঁওয়ে লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রয়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আব্দুল আওয়্ল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ আখতারুজ্জামান এর দিক নির্দেশনায় জনসাধারনের সুষ্ঠ সেবা প্রাপ্তির লক্ষে ঠাকুরগাঁও জেলা শহরে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
১০ মে রোজ বৃহস্পতিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ-আল-মামুন, জনাব মাক্সুদা আক্তের মাসু, জনাব মোঃ তরিকুরল ইসলাম ও জনাবা সাধনা ত্রিপুরাগণের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ঠাকুরগাঁও ও হলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনাকালে ১। জনাব সুব্রত চৌঃ, পিতা- অমেন্দ্র নাথ চৌঃ, সাং- হলপাড়া, ২। বাবুল, পিতা- আঃ মান্নান, সাং- আকচা কাজী পাড়া, ৩। জাহাঙ্গীর, পিতা- আলহাজ্ব মমিনুল হোক, সাং- হলপাড়া, ৪। রুবেল, পিতা- তোতামিয়া, সাং- নরেশ চৌহান সড়ক, ৫। মনোজ আগারওয়ালা, পিতা- মৃত হুনুমান আগারওয়ালা, সাং- বাজার পাড়া, উভয়ের উপজেলা ও জেলা- ঠাকুরগাঁও গণকে লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রয় করার দায়ে তাৎক্ষণিকভাবে আতক করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে স্বেচ্ছায় দোষ স্বীকার করায় সর্বমোট ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বরাতে জানা যায়, জন সাধারণের সুষ্ঠ সেবা প্রাপ্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3541777478012104980

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item