তিস্তা নিয়ে নমনীয় হচ্ছেন মমতা!


পশ্চিমবঙ্গের কলকাতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সন্ধ্যায় তাজ বেঙ্গল হোটেলে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন এবং বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা শেখ হাসিনার সঙ্গে এ বৈঠক করার কথা জানিয়েছিলেন।

বৈঠক শেষে মমতা ব্যানার্জি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তিস্তা পানি-বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু তিনি এখনই প্রকাশ করবেন না বলে জানান।

ভারত-বাংলাদেশের মধ্যে ছিটমহলের মতো বিভিন্ন সমস্যার সমাধান হলেও বছরের পর বছর ধরে ঝুলে আছে তিস্তার পানি বণ্টন চুক্তি।

বাংলাদেশকে পানি দিলে পশ্চিমবঙ্গ শুষ্কতা দেখা দেবে এমন যুক্তিতে মুখ্যমন্ত্রী মমতা শুরু থেকেই এ চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন।

বিবিসি জানায়, ভারত আর বাংলাদেশের কয়েকটি সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তিস্তার পানিবণ্টন নিয়ে মমতা ব্যানার্জি আগে যে অনড় অবস্থানে ছিলেন, এখন সেই বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে।

তার মানে এই নয় যে, মুখ্যমন্ত্রী মমতা যে তিস্তার পানি-বণ্টন নিয়ে এক্ষুনি প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছেন।

দুই দেশের কারো পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর ফলে এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে তিস্তা নিয়ে মমতা অবস্থান বদল করেছেন কি-না।

তার পরও আশার আলো দেখতে শুরু করেছেন অনেকে।

তবে সবপক্ষই এটা স্বীকার করছেন যে তিস্তা নদীর পানি-বণ্টন নিয়ে যে জটিল সমস্যা রয়েছে, তার চটজলদি কোনো সমাধান নেই।

বেসিন ম্যানেজমেন্ট বা অববাহিকা ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘমেয়াদেই এই সমস্যার সমাধান করতে হবে।

মমতা ব্যানার্জি যেটা বরাবর বলে আসছেন, যে পশ্চিমবঙ্গে তিস্তা যখন নেমেছে, তার আগেই সিকিমে অনেকগুলি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে।

প্রতিটি প্রকল্পের জন্যই নদীর পানি সাময়িকভাবে ধরে রেখে তারপরে তা ছাড়া হয়।

এতগুলো প্রকল্পে সাময়িকভাবে পানি ধরে রাখার কারণেই পশ্চিমবঙ্গে আসার পরে তিস্তার প্রবাহ খুবই ক্ষীণ হয়ে গেছে। পানি প্রায় নেই বললেই চলে।

যেটুকু আছে, তা দিয়ে পশ্চিমবঙ্গের কৃষকদের চাষের প্রয়োজন মেটানো যাচ্ছে না -তাই বাংলাদেশকে পানি দেওয়ার আগে নিজের রাজ্যের কৃষকদের প্রয়োজনের কথাটাই মমতা ব্যানার্জির কাছে অগ্রাধিকার পায়।

তবে মুখ্যমন্ত্রী মমতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বৈঠকে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে যে দীর্ঘ সীমান্ত আছে, তার সুরক্ষা আর সীমান্ত অঞ্চলে নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে।

গত বছর দুই দেশের বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক হলেও বাংলাদেশের আকাঙ্ক্ষিত তিস্তা চুক্তি হয়নি।

তবে সে সময় মোদি প্রতিশ্রুতি দিয়েছেন, দুই সরকারের মেয়াদ থাকা অবস্থাতেই এই চুক্তি স্বাক্ষর হবে। এই বৈঠকের আগে শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যে নৈশভোজের আয়োজন করেছিলেন, সেখানেও মমতা ব্যানার্জি আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে। ওই আলোচনা নিয়েও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

শান্তিনিকেতনে নবনির্মিত বাংলাদেশ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে দীর্ঘ বৈঠক হয়েছিলো সেখানে, তিস্তার পানিবণ্টন ইস্যুটি আলোচিত হয়েছে, এই ইঙ্গিত পাওয়া গেছে।
খবর বিবিসি বাংলা

পুরোনো সংবাদ

প্রধান খবর 4128151474242517948

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item