নীলফামারী জেলায় ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য ৫শ বান্ডিল টিন ও ১৫ লাখ টাকা বরাদ্দ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩০মে॥ নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার জন্য ৫০০ বান্ডিল ঢেউটিন ও ১৫ লাখ টাকা বরাদ্দ এসেছে। ওই তিন উপজেলায় সম্প্রতি বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব টিন ও টাকা বিতরণ করা হবে।
আজ বুধবার জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র মতে, ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায় সাম্প্রতিককালে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ২৫ ইউনিয়নের ১৭ হাজার ৯৩৮ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের লোক সংখ্যা ৭১ হাজার ৭৫২ জন। ক্ষতিগ্রস্থ পরিবারের কষ্ট লাঘবে ইতিমধ্যে ৩০০ মেট্রিকটন চাল, জিআর ক্যাশ ৪ লাখ টাকা, ১০০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিলেরসাথে ৩ হাজার করে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আরো বিতরণের জন্য ৫০০ বান্ডিল ঢেউটিন এবং ১৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়।
এবিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ,টি,এম আখতারুজ্জামান বলেন, বরাদ্দ পাওয়া ৫০০ বান্ডিল ঢেউটিন ও ১৫ লাখ টাকা ওই তিন উপজেলার মধ্যে ভাগ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তরা প্রতি বান্ডিল টিনের সঙ্গে ৩ হাজার করে টাকা পাবেন। #

পুরোনো সংবাদ

নীলফামারী 7208365006287472837

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item