সৈয়দপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৭টি মন্দিরে চেক বিতরণ করা হয়েছে। আজ(বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন তার কার্যালয়ে এ চেক বিতরণ করেন।
 এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীস্থ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রঞ্জন কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেন্দ্র নাথ রায়, পৌর শাখার সভাপতি প্রতাপ সরকার বিজয়, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা নিক্কি ও যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীস্থ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, মন্দিরগুলোর উন্নয়নের স্বার্থে একেকটি মন্দিরে ৪ হাজার ৭০০ টাকা করে প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য মন্দিরগুলোতেও সরকারি অনুদান প্রদান করা হবে।   

পুরোনো সংবাদ

নীলফামারী 174269517149561369

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item