সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানার ইন্তেকাল

 তোফাজ্জল হোসেন  লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা আর নেই।  গতকাল সোমবার ভোরে তিনি সৈয়দপুর শহরের গোলাহাট ইসলামবাগ এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।  তিনি এক ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকালই বাদ জোহর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম চিনি মসজিদ ঈদগাহ্ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। পরে মরহুমার লাশ শহরের গোলাহাট কবরস্থানে দাফনকরা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার,প্যানেল মেয়র- জিয়াউর রহমান জিয়া,প্যানেল মেয়র-২ মো. শাহীন অকতার, প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগমসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হকসহ সাংবাদিকরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, রাজিয়া সুলতানা দুই মেয়াদে সৈয়দপুর পৌরসভার নারী কাউন্সিলর ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3207451122884456617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item