র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযান সৈয়দপুরে ৬ মাদকসেবীর জেল জরিমানা

  তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযোগে আটক ৬ মাদকসেবীর অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে সাজা  দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার রাতে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যদের মাদক বিরোধী অভিযান চালিয়ে শহরের কয়েকটি এলাকা থেকে ৬ মাদকসেবী গ্রেপ্তার করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার তাদের ৬জনকে অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।
র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.  মোতাহার হোসেন জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকালে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ওই রাতে তাদেরকে  ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) তাদের মধ্যে শহরের হাতিখানা ক্যাম্প এলাকার মো. হায়দার আলীকে (২৫) পাঁচ হাজার টাকা জরিমানা, একই এলাকার মো. সুলতান (২৫), মো. নাদিমকে (২২) ৭ দিন করে বিনাশ্রম কারাদ-, মো. আরমান খানকে (৩০), ৩ মাসের বিনাশ্রম কারাদ-,  অফিসার্স কলোনী এলাকার মো. রেদোয়ান (২৬) ও  মো. সোহেলকে (২২) ১৫ দিন করে কারাদ- প্রদান করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5624146856677844000

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item