গঙ্গাচড়ায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভা

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের অপব্যবহার রোধে রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং গতকাল মঙ্গলবার সকালে অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত হয়। পরে একই বিষয়ে আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবীর। প্রেস ব্রিফিং ও আলোচনা সভায় সরকারের ১০টি বিশেষ উদ্যোগ “একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা” বিষয়ে উপস্থাপন করেন রংপুর জেলা সিনিয়র তথ্য অফিসার হুমায়ুন কবীর। এ সময় সরকারের সাফল্য তুলে ধরাসহ জনগণের দোরগোরায় পৌঁছে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, মর্ণেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হোদা, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল, রিপোটার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়, গঙ্গাচড়া মডেল থানার এসআই জয়নুল আবেদীন, গঙ্গাচড়া রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সফিয়ার কাজল প্রমুখ। এ সময় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 9051167418215787604

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item