”কে এই আখতারুজ্জামান হেলাল,খুটির জোর কোথায়?

হাজী মারুফ
। রংপুরের শ্যামপুরের গোপালপুর ইউনিয়নের তওশীলদার আখতারুজ্জামা হেলাল এর খুটির জোর কোথায়? জানা গেছে বদরগনজ উপজেলায় পৌর ভুমি অফিসে কর্মরত ছিলেন । এখন তিনি গোপালপুর ইউনিয়ন পরিষদে তওশীলদার হিসেবে কর্মরত আছেন এখন  । নিজের ইচ্ছামত অফিস করাই তার কাজ সাধারণ মানুষরা এসে হয়রানির শিকারের অভিযোগ উঠেছে । তিনি শ্যামপুর হাট সহ আরেকটি হাটের দায়িত্বে আছেন প্রাপ্তসুত্রে জানা গেছে তিনি হাটে অতিরিক্ত টাকা আদায় করে তার পটেক ভরে এতে সরকারের রাজস্ব হারাচ্ছে । এ বিষয়ে আখতারুজ্জামান হেলাল মুঠোফোনে বলেন, আমি কি সাংবাদিকের কাছে ইন্টার ভিউ  দিব? এটা সম্বভ নয় । রংপুরের নামী-দামী সাংবাদিকের টাইম নাই আমার কাছে । আপনি উর্ধতন কর্মকতার সাথে কথা বলেন বলে সংযোগটি কেটে দেন ।পরে বদরগনজ উপজেলা নির্বাহী রাশিদুল হক জানান বিষয়টা দেখছি । তওশীলদার অনিয়ম করলে ছাড় দেওয়া হবেনা । পরে তওশীলদারের টাকা আদায়কারীর প্রধান সাবেক ইউপি সদস্য আলতাব বলেন যে, আমরা টাকা তওশীলদারকে দেই । সে কোনখাতে জমা দেন আমরা জানিনা । একটি বিশ্বত্ব সুত্র বলেছে যে তওশীলদার তার নিউ এলাকা সুলতান মোড়ে দোনে দোনে জমি ত্রুয় করেছে । এলাকাবাসী দুনীতি কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন । চোখ রাখনু...পরের সংখ্যায়

পুরোনো সংবাদ

রংপুর 3061874049617116224

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item