নির্বাচন বাতিলের দাবী -মালিকরাই ভোটার নন রংপুর টারমিনাল ব্যবসায়ী ও দোকান মালিক সমিতিতে ভুয়া ভোটার

স্টাফ রিপোটার

রংপুর নগরী টারমিনাল ব্যবসায়ী দোকান মালিক সমিতিতে ভুয়া ভোটার অভিযোগ উঠেছে আগামী ১২ মে নির্বাচন ।সেই সাথে সাবেক কমিটি  বর্তমান আহবায়ক কমিটি লাখ লাথ টাকা হাতিয়ে নিয়েছে । জানা গেছে নির্বাচন কমিশনার প্রধান ডা:নাছিরুল হক আজাদ,হকিকুল ইসলাম হকি, মানু,শিশির, ও নামধারী সাংবাদিক  জাহিদ । অপরদিকে ভোটার যাচাই বাছাই কমিটিতে আছেন আইয়ুব, রাজেক,মিলু,মিজান,দেলোয়ার  । প্রায় ৩০০ ভোটার ভুয়া করা হয়েছে । যে মাছ দোকাদার নয় তাকে ভোটার বানানো হয়েছে । প্রকৃত ব্যবসায়ী মালিকদের নাম বাদ দিয়ে মনগড়া নির্বাচন পরিচালনা করা হচ্ছে । ৭ প্রাথী সিলেকশনেই পাশ করেছে । বাকি পদগুলো মধ্যে ২৬ জন নির্বাচন করছে । নির্বাচন কমিশনার প্রধান ডা:নাছিরুল হক আজাদ, সাংবাদিকদের বলেন ভোটার আমরা তৈরী করিনাই বিগত কমিটি সভাপতি হারুন-অর-রশিদ ভোটার তালিকা করছে তাছাড়া ভোটার যাচাই বাচাই কমিটি করা হয়েছিল তারা যে লিষ্ট দিছে সে অনুযায়ী ভোট হচ্ছে । তৈয়ব মার্কেটের ব্যবসায়ী সুলতান পান দোকান দার লিখিত অভিযোগ করেন যে আমার দুইটা দোকান ব্যবসা দুইটা কিন্তু ভোটার করেছে ১জনকে কেন? আমাদের মাকের্ট মালিক গতবার নির্বাচনে অংশগ্রহন করেছিল অথচ তাকেও এবার ভোটার করা হয়নাই । টামিনালে রাঙ্গা পান ব্যবসায়ী ছিল এক সময় । কিন্তু  ১ বছর ধরে তার দোকান বন্ধ সে এখন অটো চালায় তাকে ভোটার বানানো হয়েছে কিভাবে? অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনার হকিকুল ইসলাম হকি তার মনগড়া ভোটার তৈরী করেছে । এদিকে ভোটার ফরম যারা সংগ্রহ করেছিলেন  তাদের অনেকের  নাম তালিকায় উঠেনি । মাকের্ট মালিক ও মুলাটোল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তৈয়ব মাকেটের মালিক হাজী মারুফ বলেন এটা নির্বাচন নয় । পকেট কমিটির নির্বাচন করছে বিগত কমিটি নেতৃবৃন্দ যারা সাধারণ সভায় আয়-ব্যায়ের হিসাব দিতে পারেননা সেটা ব্যবসায়ীরা অবগত আছেন আমি দুইবার ফরম ত্রুয় করে জমা দিলেও আমার ভোটার তালিকায় নাম উঠেনি ।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন আমি একটু বাহিরে ছিলাম সে সময় কে কি করল বলতে পারবনা । বিগত কমিটির সভাপতি বিরুদ্ধে লাখ টাকা অনিয়মের অভিযোগ রয়েছে । ব্যবসায়ী গঠনন্ত্রত্রে বলা আছে যে ব্যবসায়ী মালিক ভোটার হবেন কিন্তু প্রায় ৩০০ ব্যবসায়ী ও মালিকের ভোট এবার বাতিল হয়েছে । এবং ফরম বিত্রিুর টাকা লোপাট হয়েছে ।এদিকে যাচাই বাছাই কমিটির আইযুব বলেন আমরা ছাগলের তিন নান্বার বাচ্চা ভোটার তালিকার বিষয় আমরা কিছু জানিনা । আপনি রাজেক কে বলেন? নাম প্রকাশে প্রাথী জানান সকল ভুয়া ভোটার সাবেক সভাপতি-হারুর অর রশিদ করছে আমাদের ইচ্ছা নাই নির্বাচন করার দ্রুত নির্বাচন বাতিলের দাবী জানান তৃণমুল ব্যবসায়ীরা না হলে বহওর আন্দোলনের ডাক দেওয়া হবে ।

পুরোনো সংবাদ

রংপুর 7774807247668128952

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item