গঙ্গাচড়ায় চলছে বালু উত্তোলনের মহোৎসব

সফিয়ার কাজলগঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া থানায় চলছে বালু উত্তোলনের মহোৎসব। ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকাবাসী। প্রতিবাদ করলে ব্যবসায়ীদের পক্ষ থেকে নেমে আসে বিভিন্ন প্রকার হয়রানী। বালু উত্তোলনের মহোউৎসবটি চলছে গঙ্গাচড়া থানার অন্তর্ভূক্ত সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঘাঘট নদী তীরবর্তী উত্তর বিড়াবাড়ি চওড়াপাড়া গ্রামে। অভিযোগ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার (বিএনপি পন্থী) মঞ্জুরুল ইসলামের ছোট ভাই আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে বিড়াবাড়ি গ্রামের নুরুল হক বি.এস.সি-র পূত্র মোজাহিদুল ইসলাম (৫৪), বড়বিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রানু আহম্মেদ শিশু ও বিড়াবাড়ি চওড়াপাড়া গ্রামের ভুট্টু (৪০) ওই গ্রামের মৃতঃ কোনা শেখের পূত্র জসিম, আব্দুল শেখের পুত্র মতিয়ার রহমান কেচু ও মনসুর আলীর পুত্র শাহ্ আলমের জমি প্রায় ৩ বছর আগে বালু তোলার জন্য লীজ নিয়ে শুরু করেন বালুর ব্যবসা। জমিগুলো ঘাঘট নদী তীরবর্তী হওয়ায় তাদের বালু উত্তোলনের ফলে ঘাঘট নদীর পাড় ভাঙ্গাসহ আশপাশের আবাদি জমিগুলো জলমহলে পরিণত হচ্ছে এছাড়াও প্রতিদিন শত শত বালুর ট্রাক ও টলি জনবহুল রাস্তা দিয়ে যাতায়াত করছে। চালকদের বেপরোয়া গতিতে বালুর ট্রাক ও টলি চালানোর ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী এহেন অন্যায়মূলক কাজের প্রতিবাদ করলে বালু ব্যবসায়ীরা তাদের উপর চাপিয়ে দেন মিথ্যে মামলা। এছাড়া প্রতিবাদ কারীদেরকে নানা রকম হুমকী ধামকী ও ভয়ভীতি প্রদর্শন করেন। বালু উত্তোলনসহ দুর্ঘটনার খবর পেয়ে গতকাল রোববার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ২/৩টি মেশিন দিয়ে বালু ব্যবসায়ীরা বালু উত্তোলন করছেন। তাদের বালুর ট্রাকের আঘাতে গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ পানাপুকুর সরকার পাড়া গ্রামের মৃত জগেন চন্দ্র রায়ের পুত্র রুহিনী রায়ের ১টি গরুর বাছুর মারা যায়।

এসব অন্যায় কাজের প্রতিবাদ করায় বালু ব্যবসায়ীর মুল হোতা আতিকুল ইসলাম আতিক প্রায় এক বছর আগে দক্ষিণ পানাপুকুর ফকিরটারী এলাকার বুলবুল, মুকুল, নাজমুল, খাদেমুল, হাবীব-এর নামে চাপিয়ে দেন মিথ্যে মামলা। ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তাদের অবৈধ বালু ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন শীঘ্রই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

পুরোনো সংবাদ

রংপুর 96356434094444152

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item