পাগলাপীরে যুবককে মারপিট করে টাকা ছিনতাই করলেন এক সুদের মহাজন ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নে পাওনা টাকা দিতে বিলম্ব হওয়ায় মোঃ হযরত আলী নামে এক সুদের মহাজন ও তার বাহিনী শ্রী শংকর চন্দ্র রায় নামে অসহায় হতদরিদ্র যুবককে মারপিট করে তার পকেটে গচ্ছিত রাখা ২৮ হাজার টাকা ছিনতাই করে নিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ফকিরান হিন্দুপাড়া গ্রামের হতদরিদ্র শ্রী অবিনাশ চন্দ্র রায়ের পুত্র লেড শ্রমিক শ্রী শংকর চন্দ্র রায় অভাবি সংসারের প্রয়োজনের টানে এ ঘটনার ৮মাস পূর্বে পাশের গ্রাম রংপুর মহানগরীর ১০ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত দেড়হালিয়ার প্রভাবশালীর মোঃ আইয়ুব আলীর পুত্র সুদের মহাজন হযরত আলীর কাছ থেকে হাজারে ১০০ টাকা মাসে লাভ দেওয়ার কথা বলে ৪০ হাজার টাকা ঋণ গ্রহন করেন, যা ৪ হাজার টাকা লাভ প্রতি মাসের ৫-১০ তারিখে মধ্যে দিতে হবে। এভাবে কিছু দিন যাওয়ার পর ঘটনার মাস দেড়েক দুয়েক পূর্বে আসল ৪০ হাজার টাকার ৩০ হাজার টাকা ফেরৎ দেন। বাকী ১০ হাজার টাকা গত ২০/০৫/২০১৮ইং তারিখে স্থানীয় যেকোন সমিতি হতে ঋন গ্রহন করে ফেরৎ দিবে বললে বিবাদী সুদের মহাজন বিষয়টি মেনে নেয়। কিন্তু ২০/০৫/২০১৮ তারিখে সমিতি হতে ২৮ হাজার টাকা ঋণ গ্রহন করে সব টাকা পকেটে রেখে তার পাওনা ১০ হাজার টাকা পরিশোধ করে এবং বাকী টাকা অন্যান্য পাওনাদার সহ সংসারের নানান প্রয়োজনে খরচ করবে। এমতাবস্থায় সুদের মহাজন হযরত আলী ও তার সহযোগী তারই গ্রামের আতিয়ার রহমানের পুত্র রবিউল এবং কাফি নামে আরেক ব্যক্তি সহ তারা ৪/৫জন রাত ৮টার দিকে ইউনিয়ন পরিষদের মার্কেটের বিষ্ণু’র লেড ওয়ার্কশপের দোকান হতে কৌশলে শংকরকে ডেকে শিবের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে আচমকা মারধর শুরু করে একজন তার গলা চাপ দিয়ে ধরে আর একজন তার দু’হাত আটকে রাখে, অপরজন তার পকেটের সমস্ত টাকা বের করে নেয়। মারধর করে বলে এমন পরিস্থিতি করে যে, তার জীবন যায় যায় অবস্থার সৃষ্টি হয়। এ অবস্থায় হরিদেবপুর ইউনিয়নের রতিরামপুর গ্রামের ফজেল উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম, কালু মিয়ার পুত্র নজরুল ইসলাম নজু, স্বর্গীয় সুধীর মহন্তের পুত্র বিষ্ণ মহন্ত, স্বর্গীয় পশুরাম মহন্তের পুত্র শ্রী বাবু বিশ্বাস সহ বেশ কয়েকজন এলাকার লোকজন তার চিৎকার শুনে দৌড়ে এসে সুদের মহাজন ও তার বাহিনীর কাছ থেকে শংকরকে উদ্ধার করে। এ ঘটনার পরক্ষনে ওই রাতে বিবাদী সুদের মহাজন হযরত আলী ও তার পরিবারের লোকজন মোবাইলে এ ঘটনা বাড়াবাড়ি করলে তারা মেরে ফেলার হুমকি দেয়। সরেজমিনে ফকিরান হিন্দু পাড়ার গ্রামবাসীরা অভিযোগ করে বলেন হযরত আলী সহ বেশকিছু সুদের মহাজন ফকিরান হরিবাসরে সিন্ডিগেট গড়ে তোলে দাপটের সহিত সুদের কারবার চালিয়ে যাচ্ছেন। তাদের সুদের কারবারের ব্যারাজালে হিন্দু মুসলিম সহ নিরিহ মানুষজন ভেটে মাটি হারিয়ে নিঃস্ব সর্বশান্ত হয়ে পড়ছেন। অনেকে এই সব সুদের মহাজনের পাশবিক নির্যাতন সইতে না পেরে এলাকা ছেড়ে পরিবার পরিজন নিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আর্তমানবতার মধ্যে জীবন যাপন করছেন। এ ব্যাপারে শংকর চন্দ্র রায় বাদী হয়ে হরিদেবপুর ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দাখিল করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 1522322133997074325

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item