অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠার ৪১ বছর উদযাপন

হাজী মারুফ ॥  সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী সংগঠন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠার ৪১ বছর নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নিজস্ব কার্যালয়ে এ উদযাপন হয়। উদযাপনের শুরুতেই ছড়া-কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন রংপুর বেতারের উপ-আঞ্চলিক পরিচারক ড. হারুন অর রশিদ। আলোচনা সভায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ মীর আনিসুল হক পেয়ারা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পর্ষদের আহবায়ক জাহিদ হোসেন। সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তি উপলক্ষে কবিতা পাঠ করেন কবি অঞ্জলি, বজলুর রশীদ, হাসান ইকবাল, ভালোবাসার কবি জোসেফ আখতার, কবি ও সাংবাদিক নুর হাসান চাঁন, এস এম শহীদুল আলম প্রমুখ। উপাস্থপনা করেন কবি অনিন্দ্য আউয়াল। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2655901005079895180

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item