রংপুরে কাব্যচন্দ্রিকা সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী রংপুর এর ৩য় তম সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মানা প্রদান ২০১৮। এ উপলক্ষ্যে গতকাল ২৫ মে ২০১৮ রোজ শুক্রবার রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের নিভুত পল্লী চন্দামারীতে ঐতিহ্যবাহী শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয়ের মাঠে সু-বিশাল প্যান্ডেলে আয়োজন করা হয় নানা কর্মসূচী। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে ছিল বিকাল ৩টায় সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ এবং বিকাল ৪টায় গুণীজনদের সংবর্ধনা প্রদান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির, সম্মানিত অতিথি কবি সন্তোষ কুমার দত্ত (মহাকবি মাইকেল মধূসুদন দত্তের বংশধর, মহাপরিচালক মাইকেল মধূসুদন একাডেমী, ঢাকা), কবি রাশেদ রেহমান (সম্পাদক, ক্যাপ্টেন ও সহকারী চলচিত্র পরিচালক, ঢাকা), কবি মাহাবুল ইসলাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ বুরে‌্যা প্রধান, রংপুর), তিতাস চন্দ্র গোস্মামী (ব্যবস্থাপক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বদি শাখা, নীলফামারী), ডাঃ বিপ্লব চন্দ্র সরকার (এম বি বি এস, বি সি এস (স্বাস্থ্য) প্রভাষক, রংপুর মেডিকেল কলেজ, রংপুর), মোঃ শাহ্ আলম (সংগঠক ও কলামিষ্ট, সাবেক সভাপতি দৈনিক যুগের আলো লেখক পরিষদ, রংপুর), কবি মতিয়ার রহমান (কবি ও ছড়াকার, রংপুর), কবি বাদল রহমান-রংপর, আমন্ত্রিত অতিথি সাথী মন্ডল (কালীগঞ্জ, পশ্চিমবঙ্গ ভারত), আলোচ্যক কবি সাঈদ সাহেদুল ইসলাম (ছড়া সংসদ, রংপুর), শুভেচ্ছ বক্তব্য রাখেন বাংলাদেশে কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী রংপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি পবিত্র মহন্ত জীবন, সম্পাদক মিঠু সরকার, উপস্থাপনা ও পরিচালনা করেন বিশিষ্ট ভাওয়াইয়া সংগীত শিল্পী নদীয়া কিশোর রায়, সভাপতিত্ব করেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ লাইনুর নাহার রিনা। অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করে শোনান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকগণ। দ্বিতীয় পর্বে কবি সাহিত্যিক ও সাংবাদিকতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন গুনী ব্যক্তিকে  কাব্যচন্দ্রিকা পদক ২০১৮ সম্ভাবনা হিসেবে ক্রেষ্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2444343001674593445

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item