বেরোবি”র অফিস কক্ষে মদের বোতল মিথ্যা খবর ”যেন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে”

স্টাফ রিটোটার :

বেরোবি”র অফিস থেকে মদের বোতল উদ্ধার” শিরোনামে যে খবরটি তাহা মিথ্যা বলে দাবী করেছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ” জানা গেছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল এক শ্রেনীর স্বার্থানে¦শী মহল । বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, আতিকুজ্জামান সুমন বঙ্গবন্ধু হলে বদলি অফিস আদেশ ২৫-০৩-১৮ জারি হয় । তিনি যোগদান করেন ১৬-০৪-১৮ ইং কিন্তু সুমন বিগত সময় যেখানে দায়িত্বে ছিলেন তার জন্য সে ২৯-০৩-১৮ তারিখে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য বিভাগীয় প্রধান এর কাছে দরখাস্ত করেন । কিন্তু সুমনের অনুপস্থিতিতে গত ২৭-০৪-১৮ প্রায় ১মাস পরে  কেবিনেটের ড্রয়ার টেনে খোলেন । এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান যে  বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কখনও বলেননি যে মদের বোতল ছিল । এ ঘটনায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন যেমন সুমন হয়েছেন । তার চেয়েও বেশি সম্মান ক্ষুণ হয়েছে বিশ্ববিদ্যালের ।
অপরদিকে সুমন সাংবাদিকদের জানান মুক্তিযুদ্ধের আর্দশের সৈনিক এঁটাই ছিল সুমনের অপরাধ । নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানান কিছু মানুষ সুমনকে হেনন্তা করার লক্ষ্যে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশনে সহায়তা করেন এর আগেও দেখা গেছে ২০১৫ সালে ২টি তদন্ত কমিটি সুমনের বিরুদ্ধে হলেও সুমন তদন্তর বিষয়ে কোন চিঠিই পাননি । অথচ শাস্তি শোরুপ পেয়েছেন ৫ বছরের পদোন্নতী বন্ধের আদেশ ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2776207643192628018

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item