আমরা মুক্তিযোদ্ধার সন্তান রংপুর জেলা কমিটির বিবৃতি


গত ১৪ মে ”জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার” শিরোনামে ”রংপুরে মাদক সংশ্লিটায় আওয়ামীলীগ  নেতা, জনপ্রতিনিধি ও পুলিশ”। প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রতিবেদন -২। রংপুর মহানগর ও জেলায় শীর্ষ মাদক ব্যাবসায়ী ৯৯ জন। সংবাদটি আমাদের  দৃাষ্টি গোচর হয়েছে। বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে রংপুরের পুত্রবধূ ডিজিটাল বাংলার রুপকার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীকে যেভাবে জিরো টলারেন্স ঘোষনা করেন সেই সাথে মাদককেও নির্মূলের  লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। যেখানে  আওয়ামীলীগ নেতরা নিজের জীবন বাজি রেখে সরকারকে সর্ব-সহযোগিতা করে যাচ্ছেন  । সেখানে  আওয়ামীলীগলীগের সুনাম ও নেতা এবং জন-প্রতিনিধি নেতার সুনাম ক্ষুণ করাসহ মাদকের সাথে জড়িত থাকার কথা প্রকাশ করছে । যা আদৌ সত্য নহে ও মিথ্যা অপ-প্রচার ।এই  অপ-প্রচার এর  বিরুদ্ধে  ”আমরা মুক্তিযোদ্ধার সন্তান” রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দরা ত্বীব নিন্দা ও প্রতিবাদ জানায় ।এদিকে জন প্রতিনিধিদের নামও দেওয়া হয়েছে  যে সব জন প্রতিনিধি নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন -অথচ তাদের নাম সংবাদটিতেও  প্রকাশ করা হয়  তারা নাকি মাদক ব্যবসায় জড়িত ও ও তারা মাদকের  মাসোয়ারার সাথে জড়িত ।অথচ উক্ত  জন-প্রতিনিধিরা  মাদকের বিরুদ্ধে ব্যাপক সভা সেমিনার  খুলি বৈঠক ও মসজিদের মুসল্লীদের নিয়ে আলোচনা করে এলাকায়  সচেতনতা সৃষ্টি ও সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জড়িত ।এবং অনেকেই বারংবার নির্বাচিত জন-প্রতিনিধি ।   তাদেরকে সমাজে হেয় করার জন্য মিথ্যা সংবাদ ও অপ-প্রচার করা হয় ।তাই  ”আমরা মুক্তিযোদ্ধার সন্তান”রংপুর জেলা  কমিটির নেতৃবৃন্দরা এ সংবাদ প্রকাশে  ত্বীব নিন্দা ও প্রতিবাদ জানায়। এদিকে আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধেও মিথ্যা অপ-প্রচার করা হচ্ছে । যখন সারা দেশের ন্যায় রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে মাদক-নিমুলে পুলিশং কমিটি সহ আইন প্রয়োগকারী সংস্থার উর্ধতন কর্মকর্তারা  ব্যাপক কাজ করে যাচ্ছেন  এবং  অভিযান চালিয়ে সফলতাও পাচ্ছে ঠিক সেই মুহুতে একটি মহল হ-য-ব-র-ল সংবাদ প্রকাশ করে পুলিশের সফলতাটা ব্যাহত করছে ।এট অত্যন্ত দু:জনক  ”যেন উদোর পিন্ডি বুদোর ঘাড়ে” আমরা জানি যে, রংপুর কোতয়ালী থানার এস আই এরশাদ পার্কের মোড় পুলিশ ফাড়ির ইনর্চাজ থাকাকালে তিনি রংপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ময়নুলও মোখলেছ সহ প্রায় ৪০জন  মাদক ব্যবসায়ীকে আটক করে ।  ও প্রায়   ৪০টি মাদক  মামলার তদন্তের দায়িত্বে আছেন তিনি ।
তারা  দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে   মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  হয়ত মাদক ব্যবসায়ীদের সাথে  এস,আই, এরশাদ আতাত না করায় তার  বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার করা হয়েছে। অপরদিকে এ,এস, আই সেলিম তিনি বিভিন্ন সময় মাদকের অভিযানে সহায়তা করে নগরীর কুখ্যাত সৎবাজার এলাকার সিটি দুলাল ও ইয়াবার হোতা শাহীন অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে উর্ধতন কর্মকর্তাসহ গ্রেফতার করেন । এবং কোতয়ালী থানার এস আই ওলিয়ার এস, আই, তরিকুল  এস, আই, হারেছ কথা উল্লেখ্য করা হয়েছে তাহা সত্য নহে ।  উক্ত সংবাদটি মিথ্যা ও পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা  অপ-প্রচার ।  তাই ”আমরা মুক্তিযোদ্ধা সন্তান” রংপুর জেলার পক্ষ থেকে  তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানাই। সেই সাথে   আমরা মুক্তি যোদ্ধার সন্তার রংপুর জেলা কমিটি সভাপতি     মশিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক হাজী মারুফ বলেন, যে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হউক  । যাতে দলীয় নেতা ও জন-প্রতিনিধিরা সহ  পুলিশ কর্মকর্তাদের মানসম্মান হানি নাহয় । সঠিকভাবে তদন্ত সাপেক্ষে সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করছি ।  
   

        সভাপতি
মশিউর রহমান বাবলু  

  সাধারণ সম্পাদক
     হাজী মারুফ   
  আমরা মুক্তি যোদ্ধার সন্তান
  রংপুর জেলা কমিটি।                                           

পুরোনো সংবাদ

রংপুর 6133680414112477708

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item