পঞ্চগড়ে চিলাহাটি ইউনিয়নে ধর্ষিতাকে ১ লক্ষ ১০ হাজার টাকায় আপোষে বাধ্য করে ইউপি সদস্য ।

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ

পঞ্চগড়ে চিলাহাটি ইউনিয়নে ধর্ষিতাকে আপোষে বাধ্য করে ইউপি সদস্য । ধর্ষনের অভিযোগে দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের বানিয়াপুর প্রধান পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে সোহেল একই এলাকার তিনপুল নুরানী হাফেজীয়া মাদ্রাসার ছাত্রীকে  গত ২০ এপ্রিল শুক্রবার রাত ৯.০০ ঘটিকায় জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষিতা ধর্ষনের ঘটনাটি অভিভাবক ও প্রতিবেশিদের জানালে, গত ২১ শে এপ্রিল  ইউপি চেয়ারম্যান এর বাসায় সম্বলিত ৩ জন ইউপি সদস্য আলিউল,শ্রী অতুল,আঃহাকিম ধর্ষনের বিষয়টি আপোষ করে  দেয়।ধর্ষিতা ছাত্রীর মা জানান, চেয়ারম্যান সাহেব ৩ জন মেম্বারকে আপোষের দায়িত্ব দেন, তারা আমাকে ১ লক্ষ ১০ হাজার টাকা দেয় এবং আপোষনামায় সহি নেয়।এখন আমি কার কাছে যাব।স্বামীর বয়স হয়েছে, কানে কম শুনে,বড় ছেলে নেই। এ সুযোগে ইউপি মেম্বাররা টাকা দিয়ে আপোষ করে দেয়।ছাত্রীটি  জানায়,আমার মা-কে ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে আপোষ করেছে।এ আপোষ আমি মানিনা,ন্যায় বিচারের জন্য আমি আইনের আশ্রয় নিতে চাই, কিভাবে নিব আমার কেউ নেই বলে কি আমি ন্যায় বিচার পাবোনা?৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আলিউল এর  সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, চেয়ারম্যান  সাহেব দায়িত্ব নিয়েছে।উনি সব জানেন। চেয়ারম্যান এর বাসায় আপোষ হয়েছে,আপোষ এর জন্য ১ ও ২ নং ওয়ার্ড এর  ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছে।ইউপি সদস্য শ্রী অতুল বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা।ইউপি সদস্য আঃহাকিম জানান, আমি কিছু জানিনা,আলিউল এর ওয়ার্ড সেই ভাল জানে এবং ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি আপোষ করেছে। ভাঁজা মাছটি উল্টায় খাইতে পারেনা এমনটি দাঁড়িয়েছে ইউপি সদস্যদের মধ্যে। নিয়ম না থাকলেও কোন আইনের তোয়াক্কা না করে গ্রাম্য শালিসে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে  এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ¯’ানীয় লোকজন জানায়, ধর্ষককে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করে ধর্ষিতাকে ১ লক্ষ ১০ হাজার টাকা দেয় এবং বাকী ১৫ হাজার টাকা ৩ জন ইউপি সদস্য ভাগ করে নেয়। এ বিষয়ে ধর্ষক ও তার অভিভাবকের সাথে কথা বলতে গেলে প্রতিবেদককে দেখে পালিয়ে যায়।
১ নং চিলাহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান, কামাল মোস্তাহারুল প্রধান নয়ন জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা ।ইউপি সদস্যরা নিজের দোষ ঢাকার জন্য এমন কথা  বলতে পারে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8601293202691164009

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item