পীরগাছায় রবি ফসলের আশাতীত ফলন হয়েছে

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর):

এবারে রংপুরের পীরগাছায় তিস্তার চরাঞ্চলে রবি ফসলের আশাতীত ফলন হয়েছে। কৃষকরা এ নিয়ে ব্যপক আশাবাদী।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে চরাঞ্চলে গম চাষ হয়েছে ৫শ হেক্টর, সরিষা ৯শ হেক্টর , মরিচ ১শ ১০ হেক্টর, রসুন ৭৫ হেক্টর, আলু ৯ হাজার ৫শ হেক্টর, ধনিয়া ৫ হেক্টর, তিল ৫ হেক্টর,        ভূট্টা ১ হাজার ৬ শ হেক্টর, মিষ্টি আলু ৫০ হেক্টর, পিয়াজ ১শ ১০ হেক্টর, চীনা বাদাম ৩০ হেক্টর, আখ ১০ হেক্টর, শাকসবজি ১ হাজার ৬০ হেক্টর, মাসকালাই ৩০ হেক্টর, কলা ৪শ হেক্টর, মসুর ৮ হেক্টর। এছাড়াও চরাঞ্চলের কৃষকরা বাকলা ডাল, অড়হর, টমেটো, খেসারি, মুগডাল, কাউন, তরমুজ, কালিজিরা ও তিসি চাষ করলেও তার কোন তথ্য নেই উপজেলা কৃষি বিভাগে। ছাওলা ইউনিয়নের গাবুড়া চরাঞ্চলের কলাচাষী কৃষক আকবার আলী জানান, এবারে দুই একর জমিতে কলা চাষ করেছি আশা করছি ভাল ফলন হবে।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ এর সাথে কথা হলে তিনি জানান , আবহাওয়া অনুকুলে থাকায় রবি ফসলের ফলন ভাল হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, এ উপজেলায় রবি ফসলের প্রায় ৬০ ভাগই চরাঞ্চলে আবাদ হয়ে থাকে। কৃষকের হাতে উপযুক্ত সময়ে কৃষি উপকরন ও পরামর্শ পাওয়ার কারনে লাভজনক ফসল উৎপাদনে চাষিরা বেশি ঝুকছে।


পুরোনো সংবাদ

রংপুর 1339330599375269222

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item