পঞ্চগড়ে স্কুলে যাওয়ার পথে বখাটের হাতে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা,বিচার দাবিতে বিক্ষোভ-ভিডিও


মো: সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে রাশেদ মুহুরি নামে এক বখাটে স্কুল ছাত্রীর গতিরোধ করে শ্লীলতা হানির চেষ্টা করে।এ ঘটনায় বখাটের বিচার দাবিতে স্কুল ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে।
পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া করতোয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তার কামারপাড়া নিজ বাড়ি থেকে এক কি: মি: দুরে পায়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে একই এলাকার সামসুদ্দীনের পুত্র রাশেদুজ্জামান রাশেদ ঐ ছাত্রীকে ফাকা রাস্তায় একা পেয়ে পথ গতিরোধ করে পার্শের একটি ফাঁকা বাড়িতে জোরপুর্বক দু হাত ধরে টেনে হিছরে নিয়ে শ্লীলতা হানির চেষ্টা করে। সে এসময় কোনো মতে বেঁচে স্কুলে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জানায়। স্কুলের ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে মাঠে অবস্থান নিয়ে বখাটের বিচার দাবিতে বিক্ষোভ করতে থাকে । ছাত্র ছাত্রীরা অবিলম্বে  শ্লীলতা হানির চেষ্টাকারী রাশেদ মুহুরিকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়  বখাটের শ্লীলতা হানির চেষ্টা সময় ছাত্রীর দু হাতে নখের আছর পরে আহত হয় এবং ভীত হয়ে সে অসুস্থ হয়ে পরে।পরে স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির ও ছাত্রীর অভিভাবকরা তার দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসা নেয়। এবং বখাটের বিরুদ্ধ জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেন।

পুরোনো সংবাদ

ভিডিও 4829665709196102316

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item