পঞ্চগড়ে বাদাম কারখানা শ্রমিকরা ন্যায্য মজুরী থেকে বঞ্চিত

মো: সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বাদাম কারখানা শ্রমিকরা ন্যায্য মজুরী থেকে বঞ্চিত। সারা দিন হারভাঙ্গা কাজ করে দুবেলার ভাত জুটে না বাদাম কারখানার শ্রমিকদের। পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া বাদাম চাষে উপযোগী হওয়ায় কৃষকেরা অন্যান্য রবি শস্যের মত বাদাম চাষ করে। কৃষি অফিস সূত্রে জানায় এ বছর পঞ্চগড়ের ৫ উপজেলায় ৬ হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। জেলার ৫ উপজেলার মধ্যে দেবীগঞ্জ ও বোদা উপজেলায় উল্লেখযোগ্য হারে বাদাম চাষ হয় আর এই সুযোগে দেবীগঞ্জ উপজেলায় যত্র-তত্র গড়ে উঠেছে বাদাম প্রসেসিং কারখানা। দেবীগঞ্জ উপজেলায় ঘুরে প্রায় ২০-২৫টি বাদাম কারখানার সন্ধান পাওয়া যায়। এসব কারখানা পরিবেশ অধিদপ্তরের সনদ ছাড়াই গড়ে উঠেছে, মানছে না কোন নিয়মনীতি। সরকারি কোন দপ্তরে নেই এসব কারখানার কোন হিসাব। তদারকি নেই সরকারের কোন দপ্তরের, যথেচ্ছা চলছে এসব কারখানা। দেবীগঞ্জ উপজেলার লক্ষির হাট এলাকায় এমএম ব্রাদার্স বাদাম কারখানায় দেখা যায় প্রায় ১২০ জন শ্রমিক কাজ করে এদের মধ্যে ৮০ জনেই নারী শ্রমিক। এ কারখানায় শ্রমিকরা জানায় প্রতিদিন ৮ ঘন্টা কাজ করে আমরা মজুরি পাই ১ শত টাকা। পরবর্তী দুই ঘন্টা অতিরিক্ত কাজ করে পাই ৩০ টাকা। এছাড়া দেবীগঞ্জের পামুলি ইউনিয়নে শান্তির হাট এলাকায় শিখামনি, এপিকে মিল এন্ড ট্রেডার্স সহ কয়েকটি বাদাম কারখানা ঘুরে একই অবস্থার চোখে পড়ে। বাদাম কারখানার শ্রমিক মনোয়ারা, বুলি বেগম ও মর্জিনা জানান আমরা প্রায় কয়েক হাজার শ্রমিক এসব বাদাম কারখানায় কাজ করি যদি প্রশাসন একটু নজর দিত ভালো ভাবে বাঁচতে পারতাম। এম এম ব্রাদার্স এর স্বত্তাধিকারী মাসুম আহম্মেদের কাছে শ্রমিক নিয়োগ ও শ্রমিকদের নিয়ে কথা বললে তিনি সদুত্তর দিতে পারেন নাই। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আমি এ বিষয়ে কিছু জানি না, তবে আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6289696402934030272

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item