পঞ্চগড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কেটে আত্মসাতের অভিযোগ

মো: সাইদুজ্জামান রেজা,
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নে ৭০ নং হর নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে ওই বিদ্যালয়ের প্রায় ২৩টি মূল্যবান মেহগনি, আকাশমনি, ঘোরানিম, ইউক্যালিপটাস গাছ কেটে সাবাড় করার লিখিত অভিযোগ হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ সৃষ্টি হলে ১ টি মেহগনি গাছ রেখে অন্যত্র গাছগুলো সরিয়ে নেয়। শুধু তাই নয় শিক্ষকের নির্দেশে রাস্তার (এলজিইডি) একটি মূল্যবান মেহগনি গাছও কাটা হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি বিক্রির উদ্দেশ্যে গোপনে হর নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবর ওই বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি খায়রুল ইসলাম বাবুল লোকজন দিয়ে গাছগুলো কাটেন।তবে এর মধ্যেই ওই শিক্ষক কৌশলে বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট করার কথিত রেজুলেশন তৈরি করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য,শিক্ষার্থীর অভিভাবক, ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা জানান, প্রধান শিক্ষক কোন কিছুর তোয়াক্কা না করেই গায়ের জোরে গাছগুলো কেটেছেন। এ ব্যাপারে হর নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, পুরো ব্যাপারটা আসলে সাজানো, কিছু ব্যাক্তি আমাকে হয়রানি করার জন্য এটা করতেছে।
হরনারায়ণী  প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি খায়রুল ইসলাম বলেন, গাছগুলো কেটে বিক্রির যে টাকা হয় সেটা দিয়ে  বিদ্যালয় মাঠে মাটি ভরাট এর কাজ করতেছি। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1300282220561512790

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item