নীলফামারী জেলায় রমজানে টিসিবির পণ্য বিক্রি করবে ২৫ ডিলার॥শুরু ১৭ তারিখের মধ্যে

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৩ মে॥
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলার ছয় উপজেলায় ২৫ জন ডিলার টিসিবির পণ্য বিক্রি করবেন। ওই পণ্য কিক্রির কার্যক্রম শুরু হবে চলতি মাসের ১৭ তারিখের মধ্যে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য বাজার মনিটরিং ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলার ওই ২৫ ডিলারের মধ্যে রয়েছে  সদরে ৭জন, জলঢাকায় ২ জন, ডিমলায় ৩ জন, কিশোরগঞ্জে ৭ জন, ডোমারে ৪ জন, সৈয়দপুরে ২ জন। প্রতিজন ডিলার পণ্য উত্তোলন করে চিনি ৫৫ টাকা, মশুরডাল ৫৫ টাকা, ছলা ৭০ টাকা, খেজুর ১২০ টাকা কেজি দরে এবং ভৈজ্য তেল প্রতি লিটার ৮৫ টাকা দলে বিক্রি করবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, টিসিবির ডিলার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী রমজানে বাজারমূল্য নিয়ন্ত্ররণে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে মোবাইল টিম কাজ করবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5635419063413395732

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item