উগ্রবাদী গোষ্টিরা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে ষড়যন্ত্র চালাচ্ছে-নীলফামারীতে এ্যাড.তাপস কুমার পাল

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১মে॥
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. তাপস কুমার পাল বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশকে উগ্রবাদী গোষ্টিরা আফগানিস্থান ও পাকিস্থানের ন্যায় সাম্প্রদায়িক দেশ বানাতে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের বিরুদ্ধে দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হন। আমরা এক হলেই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কোন উগ্রবাদী গোষ্টির স্থান নেই। বাংলাদেশ আগেও অসাম্প্রদায়কি ছিল ভবিষ্যতেও থাকবে।
আজ শুক্রবার বিকাল ৫টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র তাই বলে হিন্দুদের বন্ধু নয়। আজ পর্যন্ত আমরা বাংলাদেশের হিন্দুরা যত বিপদে পড়েছি ভারত একবারও আমাদের পাশে দাড়াঁয়নি। আমাদের  সম্প্রদায়ের সামন্য কিছু মানুষ ভাবে ভারতে গেলে তারা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তাদের সেই ধারণা ভূল। কারণ ভারতে উগ্রবাদীর সংখ্যা বেশি। তাহলে কিভাবে আমরা ভারতে গিয়ে নিরাপদ থাকবো।
বাংলাদেশ আমাদের সকলের। এই দেশে জন্মেছি এই দেশেই মরবো। এই দেশ স্বাধীন করতে আমাদের সম্প্রদায়ের অনেক ভাইবোন রক্ত দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এ দেশে প্রত্যেক ধর্মের মানুষের সম অধিকার দিয়ে গেছেন। তারই ধারবাহিকতায় তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী  শেখ হাসিনা একই ভাবে দেশের প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে আজ বদ্ধপরিকর।

নীলফামারী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয কমিটির সদস্য অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়।
জেলা পুজা উদযাপন পরিষদেও যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ হরিচাঁদ মন্ডল সুমন, প্রচার সম্পাদক সাগর হালদার, নীলফামারী জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রমেন্দ্র নাথ বর্ধন বাপী,  হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি গোড়া চাঁদ অধিকারী, সাধারণ সম্পাদক খোকা রাম রায়, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক হর্ষ বর্ধন রায়সহ ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা পুজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। #



পুরোনো সংবাদ

নীলফামারী 7624005055751625259

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item