নীলফামারীতে তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৯ মে॥ 
দেশে প্রতিবছর তামাক জনিত রোগে আক্রান্ত হয়ে এক লাখ ৬১ হাজার ২৫০ জনের অধিক মানুষের মৃত্যু হয়। ধুমপানের কারণে মানবদেহের ৭০টি অঙ্গ ক্যান্সা জীবানু বহন করে। আর ধুমপান মাদক সেবনের প্রথম প্রবেশ পথ।
আজ মঙ্গলবার নীলফামারীতে দিনব্যাপী ‘তামাক স্বাস্থ্যের জন্য ঝুকি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এনসিডিসি, ডিজিএইচএস এবং জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ওই কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক হাসিম রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশেনের সভাপতি ডা. মমতাজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুহেনা মোস্তফা কামাল প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন,তামাকের ভয়াহতা রোধে আমাদেরকে সচেতন হতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। তামাক ব্যবহারসহ ধুমপানের কুফল তুলে ধরে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, তামাকজাত পণ্য ও ধুমপানের কারণে পৃথিবীতে প্রতিবছর ৭১ লাখ মানুষ মারা যায়। ১২ লক্ষাধিক মানুষ আক্রান্ত হয় দীর্ঘ মেয়াদী রোগে। এছাড়া এজমা, হাঁপানী, ফুসফুঁসের ক্যান্সার, স্তন ক্যান্সারসহ ১২ ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 4626300457401520755

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item