ঢাকাস্থ নীলফামারী জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত নীলফামারী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

 মোঃ শামীম হোসেন বাবু:
নীলফামারী জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত নীলফামারী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের ফিচার এডিটর মু আ কুদ্দুস। সাধারণ সম্পাদক হয়েছেন দ্য ডেইলি স্টারের বার্তা সম্পাদক জিয়াউল হক স্বপন। রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম বার্ষিক সাধারন সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর নতুন এ কমিটি ঘোষনা করেন। নতুন কমিটিতে স্থান পাওয়া অন্যান্য সাংবাদিকরা হলেন- সহ-সভাপতি রেজানুর রহমান (আনন্দ আলো), সহ- সভাপতি মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম- সাধারণ সম্পাদক আলমগীর স্বপন (যমুনা টিভি), যুগ্ম-সম্পাদক মাহামুদুল হাসান (হাসান মেজর)(জুমবাংলা ডটকম), সাংগঠনিক সম্পাদক হিলালী ওয়াদুদ (ভোরের কাগজ), অর্থ সম্পাদক নুরুন্নবী সরকার তুষার (মোহাম্মদীয়া নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন (ভোরের কাগজ), জনকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান রকি (আজকের সংবাদ), মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা হক (দেশ ইনফো ডটকম ডটবিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আক্তারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ওয়ারেছুন্নবী খন্দকার (ইটিভি অনলাইন), দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন (দেশ প্রতিক্ষন), নির্বাহী সদস্য মুফদি আহমেদ (বাংলাবাজার পত্রিকা), জাকারিয়া মুক্তা (সময় টিভি), লাজ্জাত এনাব মহছি (প্রথম আলো), মহসীনুল করিম লেবু (ডেইলী অবজারভার), মেহেদী হাসান (জিটিভি), মোঃ রাকিব উল হাবিব বসুনিয়া (বাংলা টুডে ডটকম), এ কে সামসুজ্জোহা (চলমান সময়), শাহিন বাবু (নিউজ ভিশন) এবং তামান্না মোমিন খান (মানব জমিন)। নীলফামারী সাংবাদিক ফোরামের ঢাকার আহবায়ক মু আ কুদ্দুস-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি, অ্যাডিশনাল ডিআইজি মোঃ আবু কালাম ছিদ্দিক, গ্লোবাল ইন্সিউরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, ব্যারিস্টার মোঃ মোকছেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতুবৃন্দ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফোরামের প্রথম বার্ষিক সাধারন সভাটি শেষ হয়। আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠানে লোকগীতি এবং ভাওয়াইয়া গান পরিবেশনা করে অনুষ্ঠানের শেষ অংশটাতে দর্শকদের মাতিয়ে রাখেন । গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান খুদে গানরাজ তারকা পুস্পিতা, বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের শিল্পী কাকন, যুথি এবং আকরাম। অনুষ্ঠানে ছড়াগান পরিবেশন করেন অন্যন্যা হাসান অনু এবং আবৃত্তি পরিবেশন করেন ছাত্রনেতা আপেল।

পুরোনো সংবাদ

নীলফামারী 905254052470081472

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item