জলঢাকায় ছাত্রলীগের পকেট কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জলঢাকা প্রতিনিধিঃ কোনপ্রকার সম্মেলন ছাড়াই  নীলফামারীর জলঢাকায় গুলমুণ্ডা ইউনিয়ন ছাত্রলীগের পকেট কমিটি দেওয়ার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয় ও  সম্পাদক শফিকুল গনী স্বপনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঐ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার রাতে সাবেক ছাত্রলীগের সভাপতি মোহাব্বত ও গুলমুণ্ডা ইউনিয়নের ১,২,৩ আঞ্চলিক কমিটির সভাপতি আসাদুল ইসলামের নেতৃত্বে ইউনিয়ন আ'লীগ কার্যালয় থেকে একটি ঝাড়ু মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে গোলমুণ্ডা জিরোপয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। গোলমুণ্ডা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি মোহাব্বত আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের সভাপতি আরিফুজ্জামান, ৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক ও ১,২,৩ ওয়ার্ডের আঞ্চলিক কমিটির সভাপতি আসাদুল ইসলাম প্রমু্খ। সমাবেশে বক্তারা এই পকেট কমিটি বাতিল করে পুনরায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার আহবান জানান। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনী বিশ্বাস জয়ের সাথে কথা হলে তিনি বলেন ইউনিয়ন আ'লীগের সভাপতি সম্পাদকের সাথে কথা বলে আমি কমিটি দিয়েছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ  সমাবেশের কথা স্বীকার করে ইউনিয়ন আ'লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান আবু বলেন নলনী আমাকে ফোন দিয়েছিল তবে আমি সমন্বয় করে কমিটি দিতে বলেছিলাম। সে আমার কথা রাখেনি। নবগঠিত কমিটির সভাপতি শামীমের সাথে কথা হলে সে মন্তব্য করতে রাজি হয়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 4936806700271336129

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item