জলঢাকায় পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন

মর্তুজা ইসলাম,  জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বহুল কাংখিত পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিরগঞ্জ ইউনিয়নে এই পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করা হয়। ডিআইজি ( রংপুর রেঞ্জ) খন্দকার গোলাম ফারুক (বিপিএমপিপিএম) কেন্দ্রটির ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। মিরগঞ্জ, শিমুলবাড়ী, গোলনা ও ধর্মপাল ইউনিয়নের সাধারন জনগন নিরাপত্তায় কাজ করবে পুলিশ কেন্দ্রটির ১৪জন কনস্টেবল ও ৪জন তদন্দ কর্মকর্তা। পরে জলঢাকা পুলিশ প্রশাসনের আয়োজনে মিরগঞ্জ হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক এতে প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ খালেদ রহীম, জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জহির ইমাম, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আঃলীগ নেতা মীর হামিদুল এহচান চানু, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, জামিনুর রহমান, হুকুম আলী খান, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও ইউনিয়ন আঃলীগ, যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ  প্রমুখ। অনু্ষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার আলতাব হোসেন ও জলঢাকা  পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ।

পুরোনো সংবাদ

নীলফামারী 982378139811751058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item