জলঢাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিবহন সংগ্রাম পরিষদের আয়োজনে বাসস্টান চত্বর থেকে এক শোক র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়। উপজেলা পরিবহণ সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মজিদ সংক্ষিপ্ত আলোচনা করে শ্রমিক নেতৃবৃন্দককে শপথ পাঠ করান। পরে আব্দুল মজিদের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‍্যালি  বাজার প্রদক্ষিণ করে বা টার্মিনালে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, উপজেলা পরিবহণ সংগ্রাম পরিষদের সহ সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুর রশীদ, সহ সভাপতি হাসানুর রহমান, মাইক্রো শাখার সভাপতি তহিদুল ইসলাম, বাংলাদেশ অটো রিকসা শ্রমিক ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম, জাতীয় চার্জার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এনামুল হক,  ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, কোষাধ্যক্ষ মোকতার হোসেন প্রমু্খ। সভাপতি তার বক্তব্য আগামী ৩ তারিখের বাসস্টান চত্বরের বিশাল শ্রমিক সমাবেশে সর্বস্তরের শ্রমিক ও জনগনকে অংশগ্রহণের আহবান জানান। অন্যদিকে উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে মাথাভাঙ্গা এলাকা প্রদক্ষিণ করে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবহণ সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল মজিদ, সাধারন সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মোকতার হোসেন, মর্তুজা ইসলাম ও শ্রমিক নেতা সহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য পদত্যাগকৃত ভাইসচেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের নেতৃত্বে ট্রাফিক মোড় থেকে শ্রমিক ঐক্য পরিষদের একটি বর্নাঢ্য র‍্যালি বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পন করে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্রর কাচু, সাধারন সম্পাদক জোনাব আলী, মাজেদুল ইসলাম ভ্যাবল, মোতালেব হোসেন, ফারুক হোসেন, ফজলুল হক ও রহিদুল ইসলাম প্রমুখ। শ্রমিক নেতা জোনাব আলী জানান, ৪ মে সংগঠনের ব্যানারে ট্রাফিক মোড়ে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 431713484360172631

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item