ডোমারে বন্ধন সীডস্ কোম্পানীর মাঠ দিবস অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বন্ধন সীডস্ কোম্পানীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৫মে শনিবার বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাট এলাকার শিশু ভবন বিদ্যালয় মাঠে উক্ত কোম্পানীর হাইব্রীড ভুট্টা বীজ বন্ধন-৯০৯১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সমাজ সেবক রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি উপস্থিত থেকে কৃষকদের পরামর্শ প্রদান করেন, বন্ধন সীডস্ কোম্পানীর সিনিয়ার মার্কেটিং অফিসার তপন কুমার সেন,  লালমনিরহাট, আশরাফুল ইসলাম, ডালিয়া, নেয়ামুল ইসলাম মানিক, নীলফামারী, হিরাম চন্দ্র রায়, সিরাজগঞ্জ। এ ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, কৃষক আব্দুল বারেক, ইমান আলী, সহিদুল ইসলাম, আয়নাল হক, মনির হোসেন, আলম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সকল কৃষক মিলে মাঠে গিয়ে ফসলের উপর উন্নতবীজ, উচ্চশীল ফলন সহ কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করেন কোম্পানীর গবেষকগণ। প্রান্তী কৃষক রুহুলআমিন জানান, বন্ধন সীডস্ কোম্পানীর ৯০৯১ জাতের ভুট্টা, করলা “নবাব”, হাইব্রীড টমেটো“স্বপ্ন” রোপন করে এবার বাম্পার ফলন পেয়েছি এবং আগের চেয়ে মুনাফা বেশী হয়েছে। আগামীতে বন্ধনের সহযোগিতা পেলে অন্যান্য জাতের রবিশষ্য আবাদ করে বেশী লাভের আশংখ্যা করছে তারা।

পুরোনো সংবাদ

নীলফামারী 1993805148218918600

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item