ডোমারে দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক মুজুরদের প্রতি সরকারের সহায়তা প্রদানের দাবীতে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে দূর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক মুজুরদের প্রতি সরকারের সহায়তা প্রদানের দাবীতে মানববন্ধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংবাদ সোসাইটি আয়োজিত  ২০ মে রবিবার সকাল ১১ টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের আজিজার মিয়ার হাটে ঘন্টাব্যাপী  মানববন্ধনে এলাকার শতশত মানুষ এতে অংশ নেয়। সংগঠনের উপজেলা সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সাজুু। সংগঠনের সদস্য সচিব হাফেজ মাওঃ শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক জেএস শাহিন, আলহাজ্ব মোশারফ হোসেন, ছপির উদ্দিন, রেজাকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ১০ টাকা কেজি দরে চাল প্রদান ও আমন ধান  রোপনে সাহায্য, কৃষিঋণ, বৈদ্যুতিক বিল, এনজিও ও ব্যাংকঋণ মওকুফসহ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের সব ধরণের সুবিধা আদায়ের জোর দাবী জানান আন্দোলন কারীরা। গত বৃহস্পতিবার রাত ৮টায় শীলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে এলাকার ধান, পাট, ভুট্টাসহ ঘড়বাড়ী বিনষ্ট হয়। এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি বা সরকারের পক্ষথেকে কোন প্রকার সাহায্য সহযোগীতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। অপরদিকে মানুষের খাবার নেই, থাকার ঘর নেই, সরকারের দেয়া ত্রানের ১০ কেজি চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে তারা বলেন, এ সব ত্রান ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ না করে ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ তারা তাদের দলের পছন্দ মতো লোকদের মাঝে বিতরণ করছে বলে অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সঠিকভাবে সরকারের দেয়া ত্রান সামগ্রী বিতরণে কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। তাদের দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলন কারীরা। এ ব্যাপারে উপজেলা নির্বার্হী অফিসার উম্মে ফাতিমা জানান, চার হাজার পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তর তালিকা করা হয়েছে। তাদের পরিবার প্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং আগামীকাল টিন ও টাকা বিতরন করা হবে। উল্লেখ্য, গত ১০ মে বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার  ১০ ইউনিয়নের মধ্যে  ৯ টিতেই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতিসহ চার জনের মৃত্যু হয়। এখন পযর্ন্ত উপজেলার  বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন মেরামত  না হওয়ায়  তা বিছিন্ন রয়েছে, এতে জনজীবন অনেকটাই বিপযর্স্ত  হয়ে পড়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2466262603661255591

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item