ডোমারে সাম্প্রতিক ঘূর্ণিঝড় বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময়।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে সা¤্রতিক কালে ঘটে যাওয়া প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের বিষয়ে মতবিনিময় সভা করেছেন নীলফামারীর জেলা প্রসাশক ইব্রাহিম খালিদ।  তিনি ডোমার-ডিমলা এলাকায় ব্যাপক ফসলহানী ও প্রানহানীর ঘটনায় দুঃখ  প্রকাশ সহ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।।
১৫ মে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে পরিষদ হলরুমে জনাকির্ণ  মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিন আলম,অফিসার ইনচার্জ মোকছেদ আলী,ইউপি চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ব্যাংকের শাখা প্রধানসহ এনজিও কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক গত বৃহস্পতিবার রাতের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়কে স্বরণকালের ভয়াবহ দূর্যোগ বলে আখ্যায়িত করে দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা তৈরীর উপর জোর দেন। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার  সকল ইউপি চেয়ারম্যানদের দ্রুততার সহিত ক্ষতিগ্রস্তদের তালিকা করার অনুরোধ করেন। তিনি আরো বলেন, বরাদ্দের ডিও এস ২৪ ঘন্টার মধ্যে পৌছালেও শুধুমাত্র তালিকা না পাওয়ার কারণে তা বিলি করা যাচ্ৎেচনা। এছাড়া তিনি জিও ও এনজিও ঋন আদায়ে দূর্গত এলাকার মানুষের ক্ষেত্রে আগামী ফসল না উঠা পর্যন্ত  চাপ প্রয়োগ না করার অনুরোধ করেন। অপরদিকে পল্লী বিদ্যুৎও পিডিপির বিদ্যুৎ বিল আদায়ের ক্ষেত্রেও অনুরুপ নির্দেশনা দেন। উল্লেখ্য গত বৃহস্পতিবারের  উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত। কৃষি অফিসের সূত্র মতে ঝড়ে ৫০হাজার পরিবারের ক্ষতির পরিমান প্রায় দেড়শত কোটি টাকা। এসকল ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ১শত ২০ মেট্রিক টন চাল ও প্রায় ১৫হার ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক সভায় উল্লেখ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7332031756759690897

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item