ডোমার উপজেলায় কালবৈশাখী ঝড় ,শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ নিহত ৪

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-
নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটীতে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায়  কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।বিদ্যুৎ সরবরাহ লাইন ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় বিদ্যুৎ  আসা অনিশ্চিত হয়ে পড়েছে ।এতে জনজীবন বিপযর্স্ত  । শুক্রবার দুপুরে ঘটনাস্থল জেলা প্রশাসক পরিদর্শন করেছেন ।
নিহতরা হলোঃ- ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি স্টেশনপাড়ার টুকরা মাহমুদের স্ত্রী খোদেজা বেগম (৪০), কেতকীবাড়ি ইউনিয়নের বোতলগঞ্জ গ্রামের মৃত. শাহেরউদ্দিন মুঙ্গুলুর ছেলে আবদার রহমান (৫০), গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতী গ্রামের ধৌলু মাহমুদের ছেলে আব্দুল গনি (৪০), ভোগড়াবুড়ি ইউনিয়নের খানপাড়া গ্রামের মোহাম্মদ পিপুলের ছেলে জমিরুল ইসলাম (১২), বামুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝাপাড়ার কৃষক সলেমান (৫০) জানান,শিলার ভয়ে চোকির নিচে হামরা লুকাইছি ।ধানের ক্ষেতে কাচি লাগানোর দরকার নাই ।মুই (আমি) ছয় বিঘা জমি কন্টাক নিছু,ছয় মন করি শুকনা ধান দিবার লাগিবে জমির মালিকখোক ।এলা কোনঠে থাকি ধান দিম,সারা বছর কি খাম ,ছলপল ধরি ।  বলে কেদেঁ ফেলেন কৃষক সলেমান ।

চিলাহাটীর থ্রি হুইলার চালক শরিফুল্লাহ মন্ডল জানান,চিলাহাটী রেলষ্টেশনের সামনে রাখা তার শেষ সম্বল থ্রি হুইলারটির উপর গাছ পড়ে তিনি এখন দিশেহারা।এনজিও থেকে ৪ লক্ষ টাকা লোন নিয়ে তিনি থ্রি হুইলারটি কিনেছেন বলে জানান।
এ ব্যাপারে ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান,এক্রামুল হক,কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম দিপু, বামুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, আমাদের ইউনিয়নের জমিতে দানই কাটতে লাগবে না ,সব মাটির সাথে মিশে গেছে ।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাঃ রায়হান বারী  জানান, সকালেই এ পযর্ন্ত ১০/১২ জন ভয় ও ইনজুরির কারনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।এ ব্যাপারে ডোমার নিবার্হী প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী সাইমুল ইসলাম জানান, আজ (শুক্রকার ) সন্ধ্যায় ডোমার ও দেবীগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা হচ্ছে ।
 ডোমার উপজেলা নিবার্হী অফিসার উম্মে ফাতিমা জানান, উপজেলায় এ পযর্ন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।আনুমানিক প্রায় ১২০০ শত হেক্টর ফসলের ক্ষতি হয়েছে ।  ডিসি মহোদয়,ডিসি রেভিনিউসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ।তাৎক্ষনিক নিহত পরিবারদের কে পনের হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে 




পুরোনো সংবাদ

নীলফামারী 5112376015424344134

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item