ফুলবাড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঠাকুরঅনুকুলচন্দ্রের ১৩০তম জন্ম মহোৎসব পালিত

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দুর্ধর্মাবিলম্বিদের যুগপুরুষোত্তম পরম প্রেমময় মহাপুরুষ শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের ১৩০তম জন্ম মহোৎসব দুইদিন ব্যাপী পালন করা হয়েছে।

উপজেলার দৌলতপুর ইউনিয়নে শ্রী মন্টু বন্দ্র রায়ের আহব্বানে,পলিপাড়া সর্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে ও মন্দির কমিটির সভাপতি শ্রী অশোক সরকার এর সার্বিক তত্বাবধায়নে প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৩ই মে থেকে শুরু করে গত ৪ই মে পর্যন্ত দুইদিন ব্যাপী এই জন্ম মহোৎসব পালন করা হয়।

জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে ওই অনুষ্ঠানে শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের স্বরণে পঞগড়, নীলফামারী, বদরগঞ্জ, পাবনা, যশোর, পাচঁবিবিসহ দেশের ১০টি সৎ সংঘ কির্তন দলের সদস্য বৃন্দ ভক্তি মুলক সংঙ্গীত পরিবেশন করেন। একই সাথে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের প্রতিকৃতিতে ফুলদিয়ে পুজাঁ করেন ভক্তরা।

এ উপলক্ষে বিকেলে শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের জীবনী নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় দৌলতপুর ইউপি সদস্য শ্রী স্বপন কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পুজাঁ উদ্যাপন কমিটির সভাপতি হমিও চিকিৎসক ডা: শ্রী নিরঞ্জন রায়।

বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ শম্ভু, ফুলবাড়ী কেন্দ্রিয় কালীবাড়ী মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী জয়রাম প্রসাদ,কমিউনিটি ক্লিনিকের ডা: সঞ্জয় কুমার রায়, জয়নগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শ্রী দ্বিজেন্দ্রনাথ রায়,পাবনা পবতীর্থ হিমাইতপুর সৎসঙ্গ এর সদস্য শ্রী দেব প্রসাদ সুর, শ্রী দি¦জেন্দ্রনাথ হাওলাদার,শ্রী নিকেতন দে,শ্রী অনন্ত কুমার রায়,শ্রী সত্যেন্দ্রনাথ সরকার,শ্রী উত্তম ঘোষ,শ্রী পলাশ দাস,শ্রী জর্নার্দন দাস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত,শিষ্য,ও অনুরাগীরা স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 861948286879955474

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item