ফুলবাড়ীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর ফুলবাড়ীতে ব্রি-ধান (৫০)উৎপাদনে উন্নত কলাকৌশল প্রদর্শনী প্লটের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলার  আলাদীপুর ইউনিয়নের দক্ষিণ আলাদীপুর হিন্দু পাড়া গ্রামে গত ১৫ই মে মঙ্গলবার বিকেলে গ্রামবিকাশ কেন্দ্রের উদ্যোগে ও পেইস প্রকল্প এর আওতায় সুগন্ধি ধান উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যায় হ্রাসের মাধ্যামে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক ভ্যালুচেইন প্রকল্প এর আয়োজনে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠদিবস উপলক্ষ্যে কৃষকদের উদ্যেশে উদ্বুদ্ধোকরনে আলচনা সভায় বক্তব্য রাখেন আলাদীপুর ইউপি কাউন্সিলর সেকেন্দার আলী বিশ্বাস,বৈশাখু চন্দ্র রায়,(বি আর ডিবি ) কর্মী ভবেন চন্দ্র, সামাজ সেবক খারেদুল ইসলাম,গ্রামবিকাশ কেন্দ্রের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মো: লিয়াকত আলী, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মো: মাহমুদুল হক মন্ডল প্রমুখ। এসময় এলাকার গন্নমান্য ব্যাক্তিবর্গ,সুধিজন ও কৃষকগন উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2761931965508247734

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item